নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

অ-কবিতা, ন-কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

বসে কেন?

অ-কবিতা লিখছি, মাথাতে, মনেতে
হারিয়ে যায় বরাবর, ভ্রষ্ট নষ্ট স্মৃতিতে
হারিয়ে ফেলি বারবার, অষ্ট কষ্ট পিরীতে

অ-কবিতা লিখছি, বনেতে, ঝড়েতে,
উড়ে যায়, দূরে যায়, কাল-বোশেখে
উড়ে যায়, জ্বলে যায়, অমোঘ বজ্রপাতে

ন-কবিতা লিখছি,  মেঘেতে, সাদা-নীলে
ভেসে যায়, মিলিয়ে যায়, ডানা মেলা চিলে
ভেসে যায়, মিলিয়ে যায়, ঢেউ ভাঙা বিলে

ন-কবিতা লিখছি, রুকুতে, সেজদাতে 
মুছে যায়, ম্লান হয়ে যায়, মিথ্যাতে
ম্লান হয়ে যায়, নাই হয়, ছলনাতে

অ-কবিতা লিখছি, অর্ঘ্য আর পূজোয়
অশূচি হয়, অস্পৃশ্য হয়, বৈষম্যের কালিমায়
অস্পৃশ্য হয়, হয় অপবিত্র, মনের গড়িমায়

আম-কবিতা আকছি, কালিতে, ক্যানভাসে
পেকে যায়, পচে যায়, পোকার সন্ত্রাসে
পচে যায়, যায় না, ফরমালিন হাসে

জাম-কবিতা খাচ্ছি, প্লেটে, ফাস্ট ফুডে
আমাশয় হয়, ফুড পয়জনিং, অফ মুডে
ফুড পয়জনিং, অম্ল হয়, ট্যাবলেটে

অ-কবিতা লিখছি, হাতে, তোমার মুখে
কবিতা লিখছি, তোমার ঠোটে, চোখে
কবিতা লিখছি, হৃদয়ে, ভরা বুকে!

২৯শে ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ
মংগলবার। রাত ১০.৪০ মিনিট।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: অং বং কবিতা অনেক গভীর উপলব্ধির সৃষ্টি করতে সক্ষম। কবিত্ব একটা শক্তি ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১০

মৌন পাঠক বলেছেন: কবিত্ব একটা শক্তি!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮

ফুয়াদের বাপ বলেছেন: ওয়াও! কী গভীর ভাবনা কবিতার পরতে পরতে!
ভালো কাজগুলো খারাপের স্পর্শে এসে বিলিন হয়ে যায়। পবিত্রগুলো শেষ হয় অপত্রিতার সাথে সংঘর্ষে। ফরমালিনে মাখা সম্পর্কগুলো উপরে তাজা দেখা যায় অথচ ভেতরটায় পোকামাকড়ের বসতি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১১

মৌন পাঠক বলেছেন: বাহ! দারুন বলেছেন তো।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা মূলত আবেগের খেলা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১২

মৌন পাঠক বলেছেন: খেলাটা ই আসল, বাকী সব বাকী।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অকবিতা লিখছি কল্পনায়
মনের আল্পনায় সাজাচ্ছি শব্দ

সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর একটি লেখা। ভালো লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৫

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩২

সোনাগাজী বলেছেন:


পড়লাম; যতক্ষণ পড়েছি, মনে হচ্ছিল কিছু একটা পড়ছি; এখন ভাবছি কি পড়েছি?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৬

মৌন পাঠক বলেছেন: অদ্ভূত এক অনুভূতি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.