নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

অপ্রাপ্তি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

তুমি আমাকে যতই বল
সব দোষ ঐ তার।

কার?

কার আবার, ঐ বিধাতার
তার প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিৎ
সেইতো তোমাকে গড়ল

তাইতো দোষ ঐ বিধাতার
সে আমাকে গড়ল
কিছু অপ্রাপ্তি দিল
আর একটা বেয়াড়া মন দিল
আমিতো আর তার প্রতি অকৃতজ্ঞ নই।

তবুও তুমি বলবে
"সব দোষ বিধাতার!"

কি দরকার ছিল আমাকে গড়ার?
পাকা ধানে মই দিচ্ছিলাম কি
স্বর্গের বাগানে তার!

এ মনে ভালোবাস দিল
সে ভালোবাসা চাইল
অনেকেই ফিরিয়ে দিল
তুচ্ছ-তাচ্ছিল্য, অপমান করল
কেউ বিরক্ত হয়ে করুনা করল
মেকি ভালোবাসা দিল
ভালোবাসার ছলনা করল
প্রয়োজন শেষে কেটেও পড়ল
একটু ভালোবাসা দিল
না বলে নিয়ে ও গেল।

এতো দেখি শুধু অপ্রাপ্তির গল্প

এর পরেও আমি ওদের ভালোবেসে যাব
কেননা, আমি ভালোবাসার কাঙাল
আর আমিওতো ভালোবাসার ফসল।

তবে, তোমার আক্ষেপ কার উপর

আমার সকল আক্ষেপ আমার উপর
আর আমাকে গড়ে সকল দায়/ দোষ ঐ বিধাতার।

ওতে প্রেম দিল, আবেগ দিল
সে প্রেম চাইল, আরেকটা মন চাইল
মনে মনে সুখ চাইল
স্বপ্ন প্রাসাদ গড়ল
আর চাইল, দুটো পাখির ছোট্ট নীড়
যেখানে থাকবে সুখের ভিড়
প্রেম ভালোবাসা, আদর-স্নেহ ভরপুর।

আবারও আঘাত
আমি ও একেবারে নির্বাক,
একজনা ভুল করে প্রেমে পড়েছিল
প্রেম ও করেছিল, আমা সনে
ভুল ভেঙে আমাকে ভুলে
সেও গেল চলে
কিছুই জানতে ও চাইনি ভুলে...

এরপরেও আমি প্রেম করে যাব
দুঃখ পাব, আঘাত পাব
তবুও আবার নতুন করে প্রেমে পড়ব
আমি যে প্রেমের কাঙাল
আর আমিও তো প্রেমের ই ফসল।

বিধাতা আমাকে মন দিল
অভাব ও দিল
কি দরকার ছিল আমাকে গড়ার
এরকম একটা বোহেমিয়ান মন দেবার!

(ভক্ত অবশেষে কবির আবেগ আর
অভিমানে নিরাশ হয়ে হাল ছাড়ল।)

বরিশাল
০২/০৫/০৭ খ্রিঃ
রাত ১.০০ ঘটিকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২০

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.