নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

মর্ত্যবাসী

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

তুই আসমানের চাঁদ
আসমানে ই থাক

হরেক আছে জমিন বাসী
নেকড়ে -শেয়াল, পেচা লক্ষ্মী
নদীর জোয়ার, অথই পানি
আমাবস্যা, আধার রাত্রি
লগ্ন গোনার ভন্ড পূজারী
ব্রাহ্মন কাটে রাহু শনি
অর্থ-ত্যাগের কোরবানী
মদ না ছুয়ে মাতাল আমি!

তুই হ্লায় আসমানের চাঁদ
আসমানে ই থাক
আমার জন্য নাহয় পাঠাস
মর্ত্যের কোন মানুষ
মনের মাঝে স্বর্গ যাহার
মর্ত্য তাহার দেহে
বিশ্ব যাহার মাথায় ঘোরে
চক্ষু দুইটা মুদে।

আসমানের চাঁদ, আসমানেই থাক
আমি না হয় মর্ত্যে খুজি
না হয় আমি মানুষ পূজি
রক্ত মাংসে গড়া
এটোমাটি কাদায় রুচি
দিন আনে যার রুটি রুজি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

নেওয়াজ আলি বলেছেন: ও চাঁদ লুকিয়ে যেও পূর্ণিমা রাতে
যেন নজর না লাগে চাঁদ মুখে.!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৬

মৌন পাঠক বলেছেন: চাঁদ থাকে
দূরে, থাক




২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:




আমার মনে হয়, ব্লগে কবিতার পপুলারিটি কম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৭

মৌন পাঠক বলেছেন: শুধু ব্লগে না, সব যায়গায় ই কম।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত কিছু নিয়ে ভাবনা কবিদের
বাহ

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

মৌন পাঠক বলেছেন: বিচিত্র ভাবনা বটে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: এক শ্রেনী লোকজন আছে, যারা কবিতা পড়তে ভীষন পছন্দ করে। তবে আপনাকে সত্য কথা বলি- যারা ব্লগে কবিতা লিখেন তাদের কবিতা উন্নত নয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

মৌন পাঠক বলেছেন: জানা নেই,

ব্লগে কবিতা লেখা বাদ দিতে হচ্ছে তাহলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.