নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে হয় কি,
একটা অদ্ভুত খেয়াল চাপে।
যেমন, অনেক সময় প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়ি,
প্রচন্ড ক্ষুধা, ক্ষুধায় পেট মোচরাচ্ছে,
রীতিমতো ব্যাথা করছে,
ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে,
একদমই ভ্রুক্ষেপ করছি না;
এমন না যে খাবার নেই,
চাইলেই খাবার খেতে পারি,
কিন্তু খেলে তো আর এই না খেয়ে থাকার
অনুভূতিটা উপভোগ করতে পারছি না।
এ এক অদ্ভুত অনুভূতি,
ঠিক ভাষায় প্রকাশ করার মত না,
খালি খালি লাগছে,
মাঝে মাঝে পানি পান করছি;
পানি খেলে কি হয়?
জ্বলন্ত অগ্নিকুন্ডে পানি ছুড়ে দিলে যা হয় আর কি,
ক্ষুধার তীব্রতা দাউদাউ করে বেড়ে যায়,
খাবার আগ্রহটা আরও বেড়ে যায় কয়েকগুন,
কিন্তু না,
খাব না...
যেদিন অম্ল যোগে,
ব্যাপারটা হয় আসলেই অম্লমধুর,
আহ!
disclaimer: Don't try this at home, এ হচ্ছে ক্লিনিকাল ডিপ্রেশনের সিম্পটম + সুইসাইড রিস্কের পয়লা বৈশিষ্ট্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪২
মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জনাব।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।