নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইলেই দু লাইন লিখে দিলাম
কাগজে পড়ে গেল দুই চার ছত্র
রক্তের ধারা যাচ্ছে ছুয়ে কলম
বিলায়ে দিচ্ছি খানিক যত্র তত্র
তীব্র অতীব্র স্রোত, জল গড়ায়
কল্পনা সম কামের ঝর্নাধারায়
পোয়াতি হলে মেঘ বৃষ্টি ঝড়ায়
গাওয়ের সুর ভাসে বাশুরিয়ায়
ভরা পূর্ণিমায় জোয়ার বান
ফুসে ওঠে ঢেউ তীব্র গর্জন
জলো-চ্ছ্বাস ভাঙার গান
ক্রোধ উন্মত্ত পসাইডোন
ঝোড়ো হাওয়ায় ওরে বালুকনা
ঢেউয়ে ঢেউয়ে ভাঙে নদী তার
ভাঙে মৌন স্রোতে জলে কামনা
ভূমিকম্প আগাম চৌচির পাহাড়
চেপে থাকা ক্রোধ আর আগুন
দিলে বাস করে হাজার ফাগুন
সুপ্ত থেকে বাড়ে শত-সহস্র গুন
সুতীব্র চাপে এটমে বিস্ফোরন
এমনই হয়, অতল শীর শরীর
অন্তরের অ-তলে, কৃষ্ণ গহর
অজান্তে হারায়ে যাচ্ছি আধার
হচ্ছে নাই, জীবনের রুপান্তর
ঢেকে ওঠে ভেতর কু-ডাক
ডানা ভাঙা কইতর বাকুম বাক
গর্বিত ভংগিমায়, উচ্চ শীর
দানব ও সেই দানবের নীর
ভেঙে যায়, ফেটে যায়, চুরমার
ধ্বংস হয়ে প্রতিক্ষণে বেশুমার
নিজেরই আগুনে পুরে অংগার
এ দ্রোহে, তবু আশা বেচে থাকার
কাল বোশেখী ঝড় এ আগমন
হারায়ে যায় নিমিষে মনের গহীন
২৭ মাঘ ১৪২৯
১০ ফেব্রুয়ারি ২৩
রাত ১১.৫৫
শুক্রবার
মেহেন্দীগঞ্জ, বরিশাল
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৯
মৌন পাঠক বলেছেন: জাস্ট শুরু করেন
হয়ে যাবে।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার..
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫০
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন জনাব।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জাস্ট শুরু করেন
হয়ে যাবে।
গতকাল টানা এক ঘন্টা বসে ছিলাম। একটাও লাইনও লিখতে পারি নাই। নিজের উপর নিজের খুব রাগ লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬
মৌন পাঠক বলেছেন: ভাই, নন সেন্স ছন্দ লেখেন, যা মনে আসে তাই,
লেখেন, ভাব বা অর্থ খুজতে যাইয়েন না,
পুরাই গিবারিশ লেখেন
লেইখা কাগজটা ছুড়ে ফেলেন,
আবার লেখেন।
কয় দিনে হবে নাহ!
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা ভালো হয়েছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪০
মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জনাব।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: আমার দুঃখ আমি কবিতা লিখতে পারি না। অথচ আমার অনেক কবিতা লিখতে ইচ্ছা করে।
কিভাবে কবিতা লিখতে হয় আমায় শিখিয়ে দেন।