নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

নারী

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪০

নারী
পূর্ণতায় মুগ্ধতায় স্থিরতায় জীবনে
ভিন্ন ভাবে আসীন ক্ষনে ক্ষনে
হতাশা বিষাদ আশ্রয় বন্ধু বেশে
মায়ের মমতায় ভগ্নি হয়ে আসে
প্রেমিকা রুপে জীবনের পুর্ণতায়
কন্যা জায়া মায়ের শাসন মমতায়

রমনী
হাজির হয় হাজার ও ভূমিকায়
হাজিরা দেয় হাজারও জীবিকায়
রাখতে তোমার দেবতারে খুশি
কৈশোর, যৌবন জীবন সেবাদাসী
মমতাময়ীর দক্ষ হাতে সেবিকা
রাখতে শুদ্ধ মোরে রুপ গনিকা

ললনা
তাকে দেখো হাজার ও বর্ণনায়
তাকে গোনো সংখ্যার গননায়
ভাবনায় তোমার সে স্বর্গবাসী
কল্পনা করো হাজারো উর্বশী
ভাবছ কখন কোথায় কতদূর
ফেরদাউসে বাস বাহাত্তর হুর

নারী
আকো নিজের উর্বর কল্পনায়
গাও তারে সংগীতের মূর্ছনায়
বেনী দোলানো চঞ্চল কিশোরী
রুপকথায় কোহেকাফের পরী
মনের বিক্রিয়া দেবী আফ্রোদিতি
পদ্মের পর বীনা হাতে স্বরস্বতী

রমনী
ধর তারে গায়ের রঙে, গন্ধে বর্ণে
ভাগ কর তারে উচ্চতা ওজনে
গানে গানে আকো শ্যামবালিকা
অপূর্ণতায় ডাকো তারে নাবালিকা
পূর্ণতায় সম্বোধন কর সাবালিকা
কৃষ্ণ রুপে ঈশ্বর প্রেমে সে রাধিকা

ললনা
অর্ঘ্য দাও, করে তারে দেবী
ফুলে অলংকারে সাজাও ছবি
দিন শেষে মেষবালকের ফেরা
সে আশ্রয় যেথা পার হয়ে হেরা
ধ্যানমগ্ন যুবকের আধার খাদিজা
দূর্গা দুর্গতিনাশিনী তুমি দশভূজা

৫ ফাল্গুন ১৪২৯
১৮ ফেব্রুয়ারি ২৩ খ্রিঃ
মেহেন্দীগঞ্জ, বরিশাল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:




আপনি কিছু লিখতে গেলে, উহা কবিতা হয়ে যায়, নাকি আপনি চেষ্টা করে উহা সৃষ্টি করেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৫

মৌন পাঠক বলেছেন: লিখতে গেলে কবিতা হয়ে যায়।

চাইলেও আমার পক্ষে গল্প লেখা বশ কঠিন, এই জন্যে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: শুধু কবিতা লিখবে না। গল্পও লিখতে হবে। জীবনের গল্প।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১০

মৌন পাঠক বলেছেন: এমন একাধিক বার ঘটেছে, লেখা শুরু করেছি গল্প,
লেখা শেষ করে দেখি সেটা কবিতার আকার নিছে।

গল্প বলায় আমি দুর্বল বটে, ধৈর্য্য ও কম।

তবু বলার জন্য ধন্যবাদ, চেষ্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.