নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ কেউ নই

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৭

অসাধারণ কেউ নই
নই সাধারণ

হয় সাধারণের উপরে আমার বাস
যেখানে অনেক কিছুর উর্ধ্বে,
অনেক কিছু ত্যাগ করে
অনেক ভোগ করে জ্বালা, কষ্ট
সয়ে অনেক প্রতারণা

সাধারন কেউ নই
নই অসাধারণ

রবি ঠাকুর মোর মিতা
আলাপ চলে সাহিত্য ভবিষ্যৎ
নজরুল, যেথায় বন্ধুবর
সদা ই আলাপ প্রেম আর দ্রোহের
মুজিব এর চুরুট এ হাত ঘুরে
আবার খুজি স্বাধীনতার ডাক
মার্ক্স ডেকে তোলে ঘুম হতে
বলে, দুনিয়া অভুক্ত, বৈষম্য নিপীড়ন
আইনস্টাইন আলাপ নতুন দিগন্তের
চার্লির সাথে কৌতুক কৌতুক
জীবন ও জীবনের পরে
টেসলার সাথে আলাপ
দুনিয়া বদলে দেয়ার ভাবনা

সাধারণ কেউ নই
নই অসাধারণ

নয়, সাধারণের নিচে,
তোমার কল্পনার ও অতীত
মাটির নিকট, মাটিতে শুয়ে
পোকা মাকড়ের জীবন
সমাজের উচ্ছিষ্ট খাবার যোগায়
ডাস্টবিনের বিড়াল কুকুরের
সাথে যুদ্ধ যেখানে
হাড্ডি নিয়ে কাড়াকাড়ি
সে আদিম এ বাস

সাধারণ কেউ নই
নই অসাধারণ

প্রতি কথায় প্রবঞ্চনা
বিশ্বাস ভরা অবিশ্বাস আর ধোকা
সততা ভরা শঠতায়
সত্যবাদীতা হেথায় বোকামি
সরলতা বোকামির নামান্তর
প্রতি পদে এখানে আপদ
মিথ্যা খুব বড় গুন
সুরের আদলে বাস করে
অসুর
ধর্মের নামে অধর্ম যেকে বসেছে
বুকের পাজর জুড়ে

লজ্জায় মাথা হেট
হিটলার, ফেরাউন এর।


৬ ই ফাল্গুন ১৪২৯
১৯ ফেব্রুয়ারি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: আপনারন কি আমাকে অসাধারন মনে হয় না?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১২

মৌন পাঠক বলেছেন: আপনি অসাধারণ!
মনে হলেও, না হলেও।

ন-কবি সাধারণ ও না
অসাধারণ ও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.