নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতে ঘুমায় যখন দুনিয়া
ক্লান্তির পরে সারা দিনের
পাখি ফেরে নীড়ের
এত প্রতাপশীল সূর্যও যায়
যারে বিনে হতনা ভোর হায়
রাত যত গভীর হয়
প্রেমিক দিল হয় ততই উদ্বেল!
“বিসমিল্লাহ" বলিয়া আশেক দিল
হাতে লইয়া পানি করিতে ওজু
ভাবে মগ্ন হইয়া "ধুইব কি দিয়া পঙ্কিল"
আচ্ছাদিত এ হৃদয় শুধু
আসেনিকো কোনও আলো।
পড়িয়া বিসমিল্লাহিল আলিয়াল আযীম
হইতে থাকিল পবিত্র আশেক/ প্রেমিক দিল
লা খাওফুন আলাইহিস্ম ওয়ালা হুম ইয়াহয়ানুন
এ রাত পেচা ডাকার, বিশ্রাম নেবার
মন মসজিদে যায় আশেক তার
হেথায় এ পবিত্র যায়নামাজে
তাকবীরে তাহরিম বাধিয়া দুইহস্ত বুকে
আশেক দাড়াল নামাজে
তাকবীরে তাহরিম বাধিয়া দুইহাত নাভীমূলে
আশেক দাড়াল নামাজে
এ রাত আজ চুপ নৈঃশব্দের,
এ রাতে আজ ঘুম পারুক
এ রাতে আজ পূর্নিমা নেমে আসুক
এ রাতে আজ জ্যোছনা নামুক
স্বর্গ হতে
এ রাত শিশিরে ভিজুক
ধুলো মাখা ঘাসে
রোদে পোড়া পিচঢালা রাস্তাতে
সোনালী হাসি ধানক্ষেতে
জান্নাতুল ফেরদাউস হতে
টুপি হয়ে কপালে
নাকে চোখে মুখে
এ রাতের নৈঃশব্দে, নৈঃশব্দে মেখে
মাখিয়ে নেব জ্যোছনা চাদরে
আলোর পরশে
তছবিহ হাতে, হাতের বাধন ছুয়ে
(অশরীরি) আত্মার আলিংগনে
আমার জায়নামাজে।
আমার জায়নামাজ, এ মাটি ওহে প্রিয়
সবুজ ঘাস বিছানো কার্পেট, মোহনীয়
ওতেই আমার প্রার্থনা
আমার পূজো আরাধনা
আমার ধ্যান যে মগ্নতার
আমার জপ যে স্রষ্টার
আমার ত্যাগ আমার অহংকার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫০
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫
মৌন পাঠক বলেছেন: ভাই, আপনার সাথে কথা বলতে পারি?
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।