নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ভালো মানুষ না, বোকা চাঁদ!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৫

মানুষ হিসেবে ভালো না মন্দ?
সে প্রশ্নটা নিতান্তই অবান্তর।

আপনি ভালো হলে লোকে আপনারে ভালো বলবে,
সমুখে আপনারে সালাম দিতেও পারে, না ও পারে।

তবে নিশ্চিত থাকুন, আপনি ভালো মানে সে আপনারে বোকাচোদা ধরে নেবে,
আপনি যত ভালো, সে আপনারে তত বড় বোকাচোদা ধইরা নিব,
বিষয়টা সমানুপাতিক!

এবং সে আপনার এই ভালত্বরে এনক্যাশ করানোর চেষ্টা করবে।

সে আপনারে ভালো বলবে, আপনার ভালোত্ব বলবে,
সে ও এনক্যাশ করার জন্য।

সে আপনারে ও আপনার ভালোত্বরে নিয়া গর্ব করবে,
আই মিন সে যে আপনার মত একজন ভালো মানুষের পরিচিত
বা আপনার বন্ধু এইটারে গ্লোরিফাই করবে,
এই খানে গ্লোরিফিকেশন আপনার না, মূলত তার নিজের।

এবং সে আপনারে গ্লোরিফাই করবে,
বাট সে নিজে আপনার মত ভালো হইতে চাইবে না,
সে ভালো হওয়ার খারাপ দিকটা সম্বন্ধে বেশ ওয়াকিবহাল।

এইখানে তার মূল পয়েন্ট হচ্ছেঃ
"তার মত একজন ভালো মানুষ যেহেতু আমারে বন্ধু
বা সে আমারে সাহায্য করে,
সেহেতু আপনার ও উচিত আমার বন্ধু হওয়া
বা আমারে সাহায্য করা"।

যেই কাজটা সে করে কোনও পদস্থ বা ক্ষমতাবান কারো নিকট গিয়া;
তার নিজের কিছু লোকের রেফারেন্স দেয়,
যারা ক্ষমতাবান বা পদস্থ, অথবা সে নিজে কিছু কানেকশন তৈরী করে,
যাতে সে এদেরকে রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারে।
(এ সংক্রান্ত আলাদা আলাপ দেয়ার আছে)

মূলত, সে আপনারে ভালো বলছে,
আপনার নিকট থেকে কিছু বেনিফিট নেয়ার জন্য।

এক্ষেত্রে চতুর লোকেরা আপনারে তেল মারবে,
পরিমিত আকারে, সে তেলটা হবে ভেজালমুক্ত এক্সট্রা ভার্জিন জলপাই তেলের মত।

খুব রকম ঘৃন্য মানুষের ও কিছু অর্জন থাকে,
সো ব্যাপারটা অর্গানিকই হয়, যদি খানিক চেষ্টা থাকে।

ভাইবেন না, সে এই এক্সট্রা ভার্জিন জলপাই তেল
আপনার কথা ভেবে আপনারে মারতাছে।

বেসিক্যাল্লি, এই তেল মারা হচ্ছে
যাতে সে সহজেই আপনার গাড় মারতে পারে।

বোঝেন ই তো "গাড় মারা" র যে ব্যাপারটা!
পার্সোনাল হাইজিন ও সেফটি জড়িত।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: শিরোনামটা নিম্মমানের হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯

মৌন পাঠক বলেছেন: পালটে দিলাম

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


বোকারা ভালো হয়ে চাঁদে বাস করে, নেমে এলে চো*া খায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.