নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ভালো মানুষ না, বোকা চাঁদ! ২

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

আপনি মানুষ হিসেবে খুব খারাপ,
এ সমাজে এইটা তেমন কোন ও সমস্যা না।

বরং, আপনি খারাপ হওয়ায় কিছু বেনিফিট পাবেন, যেটা সমাজ আপনারে দিবে, ভালো মানুষ বা তথাকথিত ভালো মানুষ সেটা পাবে না।

লোকে একজন ভালো মানুষরে সালাম দিতেও পারে, না ও দিতে পারে, এইটা তার একান্ত মর্জি।

বাট সে আপনারে ঠিকই সালাম দিবে, শুধুমাত্র এই ভাবনায় না যে, সে আপনার দ্বারা উপকৃত হবে বরং, সে আপনার দ্বারা সৃষ্ট সম্ভাব্য ঝামেলা এড়াবার জন্য।

লোকজন ভালো মানুষের সাথে খুব রকম লাগবে, সুযোগ পেলেই লাগবে,
সে জানে, আপনার সাথে লাগা তার জন্য সেফ গ্যাম্বলিং, হারানোর কিছুই নাই।

ভালো মানুষটি কিছু না করতে পারলে পুরাটা ই গেইন, মার্কেটে তার নাম ছড়াইল।

যদি একান্তই ফেসে গেল, যে কোনও কারণে, ধরেন সেই ভালো মানুষ এনি হাউ খুবই ক্ষমতাবান কেউ, অথবা তার ফ্যামিলির কেউ ক্ষমতাবান, সেক্ষেত্রে লোকজন কি করবে, জাস্ট ভালো মানুষটির বাসায় গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবে।

আর ভালো মানুষ, যেহেতু ভালো মানুষ, সে তার ভালোত্বর জন্য বা সামাজিক দিক বিবেচনা বা তার নিজ মাহাত্মের কথা ভাইবা ক্ষমা কইরা দিবে।

এনি ওয়ে ক্ষমা এখানে নিশ্চিত।

উপরন্তু, সে এই খানে ও কিছু নতুন কানেকশন তৈরী কইরা নিল।

সো এই ভালো মানুষ মূলত তার প্র্যাক্টিস গ্রাউন্ড, যেখানে সে তার ভবিষ্যৎ "আপনি অর্থাৎ খারাপ মানুষ" হওয়ার প্র্যাক্টিস করবে।

যদিও সে আপনারে ঘৃনা করবে, আসলে ঘৃনা করবে না, এই ঘৃনাটা ও মূলত লোক দেখানো।

এই ঘৃনা টা মূলত তার পাব্লিক সিম্প্যাথি অর্জন, আর ভিক্টিম কার্ড প্লে করার কৌশল মাত্র।

মূলত সে আপনারে ঈর্ষা করে, মনে প্রানে আইডোলাইজ করে।

সে ভালো মানুষের গল্প করে, আড্ডা ও চায়ের টেবিলে, তাকে গ্লোরিফাই করে, বাট সে তার মত হইতে চায় না।

অপরদিকে সে খারাপ মানুষরে ঘৃনা করে, তার নিন্দা করে, বাট তার মত হইতে চায়।

এই ভালো মানুষটা ই আবার বিপদে পড়লে আপনার নিকট আসবে।

খারাপ মানুষটাকে সমাজ ঠিক ওউন করে না, আবার ত্যাগ ও করতে পারে না।

আর কিছু লোককে বলা হয়, তার ভালোর ভালো ভালো, খারাপের খারাপ বা তার চেয়ে ভালো ও কেউ নাই, খারাপ ও কেউ নাই, এরা মূলত ভালো বা খারাপ না, এরা রাজনীতিবিদ (ভবিষ্যত)।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনার কবিতার মেশিন ঠিক মতো কাজ করছে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

মৌন পাঠক বলেছেন: হাহাহাহাহ

কবিতা লেখা চলছে, মাথায় বেশ কিছু কথা ও ভাবনা কিলবিল করছে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

নাহল তরকারি বলেছেন: আমার বউ এর সামনে মুরব্বীরা বলতো ‘এই বলদ কে বিয়ে করেছো কেন? এর থেকে ভালো ছেলে ডিজার্ভ করো।’ এসব কথায় বিরক্ত হয়ে বউ আমাকে ছেড়ে চলে গেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

মৌন পাঠক বলেছেন: দুখঃজনক ঘটনা।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

এম ডি মুসা বলেছেন: ভালা থাকার ভিতরে অর্থ নাই কিন্তুু শানি্ত আছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৫

মৌন পাঠক বলেছেন: আত্মতুষ্টি বটে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: আমি একজন ভালো মানুষ। সহজ সরল ভালো মানুষ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৫

মৌন পাঠক বলেছেন: জ্বী, আপনি একজন ভালো মানুষ, এদেশে ভালো মানুষ আনস্মার্ট হিসেবে বিবেচিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.