নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতে ঘুমায় যখন দুনিয়া
দূর থেকে তোমার সারাদিন
চুকিয়ে ধার-দেনা, সুদ আর ঋণ
লুকিয়ে থাকা চাঁদ ও আসে
মেঘনা ও মোহনার বুকে হাসে
রাত যত গভীরে আসে
প্রেমিক দিল হয় অস্থির।
“সুভানাল্লাহ" বলিয়া আশেক দিল
হাতে লইয়া পানি করিতে ওজু
ভাবে মগ্ন হইয়া "শুধিত কোন বানীতে পঙ্কিল"
অন্ধকার এ হৃদয়
পড়িয়া বিসমিল্লাহিল লইয়া হাতে সাবান খুশবু
হইতে থাকিল পবিত্র প্রেমিক বন্ধু
আলাইহিস্ম ওয়ালা হুম ইয়াহয়ানুন
এ রাত পেচা ডাকার, বিশ্রাম নেবার
মন মসজিদে যায় আশেক তার
হেথায় এ পবিত্র যায়নামাজে
দুটো কথা বাধিয়া চোখে চোখে
কৃষক দাড়াল নামাজে
দুটো কথা ইশারায় চোখ রেখে চোখে
প্রেমিক দাড়াল নামাজে
এ রাত আজ চুপ নৈঃশব্দের,
এ রাতে আজ ঘুম পারুক
এ রাতে আজ পূর্নিমা নেমে আসুক
এ রাতে আজ জ্যোছনা নামুক
সাত আসমান জুড়ে
এ রাত শিশিরে ভিজুক
ধুলো মাখা ঘাসে
রোদে পোড়া পিচঢালা রাস্তাতে
সোনালী হাসি ধানক্ষেতে
আর ঠোটে ঠোট ছোয়াব এ রাতে
ঠোট ছোয়াব ও ভেজা ঠোটে
এ রাতের নৈঃশব্দে, নৈঃশব্দে মেখে
মাখিয়ে জ্যোছনা তোমার গায়ে
আঠালো মোমের মত
তোমার কপাল নাক গ্রীবা ছুয়ে
আসবে তোমার ঠোটে
ঠোটের আলিংগনে
আমার জায়নামাজে।
আমার জায়নামাজ, তোমার শরীর প্রিয়
মখমলের মতন (না), ওর থেকেও কমনীয়
ওতেই আমার প্রার্থনা
আমার পূজো আরাধনা
আমার ধ্যান যে শ্রমের
আমার জপ যে শীৎকারে
আমার ত্যাগ আদিরস বীর্যের।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১
মৌন পাঠক বলেছেন: যদি মানেন তারে কবি
সঠিক তার হাতে সবি
মানলে তারে ন-কবি
সঠিক সে আর ও বেশী।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০২
রানার ব্লগ বলেছেন: বাহ বেশ প্রার্থনা কাব্য!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১
মৌন পাঠক বলেছেন: বাহ! বেশ বেশ...
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১০
এম ডি মুসা বলেছেন: গভীর রাতে প্রার্থনার ছবি ভেসে ওঠে!! সুবাহান আল্লাহ আপনি সভাহান আল্লাহ বলেছেন