নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ওহে বন্ধুবর!

১০ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৪

হতাশ ছিলেন সদ্য বুঝতে শেখা জীবনের
অপেক্ষায়, বড় যতনে লুকানো গৌরবের
অপেক্ষা, গোলাপ- গাদা সাজানো ফুলের
ফুরোয় প্রতীক্ষায় ফুল, পথ এক কবরের

ছবির ফ্রেমে, ফুল থাকবে বড় স্মৃতিকাতর,
অন্তিম পথে সুভাস ছড়ায় দুর্মূল্যের আতর
কথা ও ফুল-মালায় সুবাসে করিয়া শোকর
সবই বৃথা যায়, যাদের করতে স্নেহ আদর

এ জগতে জীবন, সমাজ, কেউ তাদের নয়
পাবে নাকো তারা চলার পথে বাবার অভয়
এ জগত আধার, কুটিল বড়, দিন তমিসায়
জীবন সমাজ, এমনি প্রতি-ক্ষণে অসহায়

বিদায়, ভাই ও বন্ধুবর, ভালো থাকবেন,
বিদায় সুহৃদ ও স্বজন, চিন্তা না করবেন,
চায়ের কাপে দুনিয়াটা ভাবছেন যেমন
ভাবনা ছাড়া কচ্ছি, জগৎ চলবে তেমন

আমাদের সারথীরা সব চলে যাচ্ছে অকালে
আমাদের ভাই বন্ধুরা সব চলে যাচ্ছে সকালে
যার যাওয়ার কথা ছিল না, সে ও যাচ্ছে চলে
তাদের ভাই বন্ধুরা সব অপেক্ষার বিকেলে

আমরা ও আসছি, খানিক অপেক্ষা বন্ধুবর
বাকি গল্পটুকুন করতে, ওহে খানিক সবর

১০ মার্চ, ২০২৩ খ্রিঃ
রাত ১২.১২ মিনিট
মেহেন্দীগঞ্জ, বরিশাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.