নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

রুচি!

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৩



এই এক খাট্টাস মাল্রে ভাউ।

রুচির সংজ্ঞা যে কি বা এরে কেমনে ডিফাইন করুম, সে মারাত্মক কনফিউজিং।

খারান, আরেকটু কনফিউজ কইরা দেই,
ধরেন, ধনতান্ত্রিক দিক থেইকা দেশের মানুষ নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত।

এটা ধরেন ক্লাস্যিক ভাগ,
এইবারে আসেন নব্যধনী, যারা সম্প্রতি প্রমোশন পাইয়া ক্লাস পাল্টাইছে।

হেইয়ার পরে আহেন, অঞ্চলভিত্তিক, বরিশাইল্যা, নোয়াখাইল্যা, চাটগাইয়া, মমনসিংগা ইত্যাদি।

ধর্মভিত্তিক, ইসলাম, সনাতনঃ হিন্দু ধর্মে কত শাখা প্রশাখা ভাগ বিয়োগ আছে সে জানি না;
ইদানীং ইসলাম ধর্মে আবার বেশ কিছু শাখা প্রশাখা আসছে, যেমন কাদিয়ানী, আহলে হাদিস,
সুফিবাদ আরও বেশ কিছু নাম জানা নাই, পীরের দরগা ও তো আছে বেশ কিছু।

ওহহো, সেক্যুলার, বাম, নাস্তিক বাদ পইরা গ্যালো, ক্ষ্যামা কইরা দিয়েন ভাউ।

আহেন, এইবারে পারমুটেশন-কম্বিনেশন কইরা কন, রুচির প্রকারভেদ।

এইটা তো আর এক ও ইউনিফায়েড "বাঙালি" জাতি হইতে পারে নাই, এইখানে ও মিনিমাম ভাগ গোটা চারেক,
যারা হিন্দু, ওরা বাঙালি, আর যারা মুসলমান, ওগোর কেউ "মুসল্মান বাঙালি ", আবার কেউ, " বাঙালি মুসলমান",
শুধু "বাঙালী" হইতে পারে নাই কেউই, অবশ্য সর্বোপরি এরা সুবিধাবাদী, এইখান্টায় হগলে এক ও ইউনিফায়েড।

অবশ্য দুষ্ট লোকেরা কহেন, জাতির নাম পালটে "সুবিধাবাদী" রাখলেই তো হ্লায় ল্যাঠা চুকে যায়!

এই রুচির যে ব্যাপারখান, এইখান কিন্তু যে সেল করতাছে, তার বিষয় না, চাহিদা আছে, যোগান তো থাকবেই।
আপনি ভোক্তা ভোগ করা বন্ধ করলে, সেলার হয় তার ব্যবসা বন্ধ করবে, অন্যথায় তার ব্যবসার মান বাড়াবে।

সমস্যা ভোক্তার, ওপেন দুনিয়ায় আপনার জন্য সবই আছে, ইউটিউব এ আপনি অজাচার চটি শুনবেন নাকি নাসার ডকু দেখবেন,
এইটা আপনার ইচ্ছে, এইটা ই আপনার রুচি, কারো দায় পরে নাই, আপনারে জোর কইরা পাইথন প্রোগ্রামিং শিখানোর, যার লাগব হ্যায় শিখবই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩২

কামাল১৮ বলেছেন: ভালোই বলেছেন।পড়ে মঝা পেলাম।হাসিও পেলো।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:৪২

মৌন পাঠক বলেছেন: হ, কামই তো বিনোদন!

২| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: চারদিকে রুচিহীন মানুষের সংখ্যা বাড়ছে।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৪

মৌন পাঠক বলেছেন: মানুষ!
কৈ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.