নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ম্যানেজারের দিনলিপি ২

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৯




২০১৭ সাল, ডিসেম্বর এর মাঝামাঝি।
এম বি এ, আই বি এ, ঢাঃবিঃ এর ভাইভা বোর্ড।
ঃ তা এটা এখানে আপনার কততম ভাইবা?
ঃ ৬ষ্ঠ।
ঃ আপনার পড়াশোনার পরে এত লম্বা গ্যাপ কেন?
ঃ কিছু ব্যবসায় গিয়ে ধরা খেয়েছি, পড়াশুনার ট্র্যাক এ ফিরে আসতে সময় লেগেছে, এর পরে প্রিপারেশন।
ঃ কোথাও ট্রাই করছেন?
ঃ সরকারী বিশেষায়িত ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে সুপারিশকৃত, এ মাসের শেষ সপ্তাহে জয়েনিং।
ঃ ধরেন আপনি আইবিএ তে ও টিকলেন, সেক্ষেত্রে কি করবেনঃ
চাকরিতে যোগদান করবেন নাকি এখানে ভর্তি হবেন?
ঃ এখানে ভর্তি হব।

দিন কয়েক পরে রেজাল্ট আসল, ৬ষ্ঠ বারের মত ভাইভা থেকে কিকড আউট হওয়ার বিরল রেকর্ডের অধিকারী হিসেবে গৌরাবান্বিত হলাম।

বড় দিনের আগের দিনে নতুন কর্মস্থলে যোগদান করব, ঢাকা ত্যাগ করেছি।
২২ শে ডিসেম্বর গিন্নির বাবার বাড়ি গেলাম, বড় অনিচ্ছায়।
বুজে পাই না, মানুষ ক্যামনে শ্বশুর বাড়ি বেড়ায়!

২৩ শে ডিসেম্বর সকালে বাড়ি ফিরে কর্মস্থলের দিকে রওয়ানা করার কথা, গিন্নী ও তার স্বজনদের চাপাচাপিতে সে আর হলো না, বিকেলে বের হতে হল।
১.৫ ঘন্টা জার্নি করে বাড়িতে ফিরে রওনা করলাম।

অচেনা যাত্রা পথে ৫ বার গাড়ি পালটাতে হল; রাস্তার অবস্থা খুব খারাপ, বার বার গাড়ি থেকে নামতে হচ্ছিল, আর নির্মানাধীন ব্রিজের সামনে এলে তো এটা মাস্ট। রাত ১০.০০ টার দিকে পৌছালাম মঠবাড়িয়া, পিরোজপুর, আমার প্রথম কর্মস্থল।

উঠলাম, সেখানকার ডাকবাংলোতে, ঐ রাতে।

পর দিন সকালে খুজে পেতে বের করলাম অফিস, নাস্তা সারলাম, ক্লিন শেভ করলাম, অতঃপর ঢুকলাম অফিসে, নতুন জীবনে।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: প্রথম টা বেশি ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.