নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকের মূলোৎপাটন: ভূমিকা

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৩


ছবিঃ nightcafe.studio

মেহেদী সাহেব, একজন ইয়াং অফিসার, এনার্জেটিক, চটপটে,
কিছুদিন পূর্বেই ম্যানেজারের দায়িত্ব পেয়েছে,
এই দায়িত্ব পাওয়া নিয়ে ও সমালোচনা কম হয় নি।
মেহেদী সাহেব সকল সমালোচনার জবাব তার কাজের মাধ্যমে দিয়েছেন ঈর্ষাতীত পার্ফর্ম্যান্স করে।
কর্তৃপক্ষ তার এই অভূতপূর্ব পার্ফর্ম্যান্সে সন্তুষ্ট হয়ে তাকে আরও বড় দায়িত্ব দিয়ে
খুব বাজে ও ঝামেলা পূর্ণ শাখায় পোস্টিং দিল।
সেখানটায় সে ব্যাপক আকারে ঝামেলা পোহাল, স্থানীয় দালালচক্র, প্রশাসন,
রাজনৈতিক প্রভাব, চেয়ারম্যান, কমিশনার কেউই বাদ গেল না।
সে তার অবস্থানে অনড় ও সফল।

ইভেন সে একাধিক লাইফ থ্রেট ও মাড়ামাড়ি ও সফলতার সাথে সামলাল।
তার এই সফলতার পরে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের ১ম বারের মত তার শাখা পরিদর্শনে আসা।
সকল কিছু পরিদর্শন করে সন্তুষ্টি অর্জন করার পরে দুপুরের খাবার খেতে বসে আলাপটা একটু ব্যক্তিগত পর্যায়ে গেল।
বলে রাখা ভালো, ডিজিএম মহোদয়, একজন ধার্মিক, উদারমনা, সৎ ব্যক্তি হিসেবে খুব পরিচিত।

আজকের গল্প উপরোক্ত ঝামেলা বা অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে গল্প হচ্ছে না,
সে নাহয় অন্য কোন ও এক সময়ের জন্য তোলা থাকল; আজকের গল্প হোক বিশ্বাস নিয়ে,
মেহেদী সাহেবের ধর্ম বিশ্বাস নিয়ে।

ডিজিএম: আচ্ছা, মেহেদী সাহেব, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি।
অফিসার: প্লিজ স্যার।
ডিজিএম: আপনি ইয়াং মানুষ, ইয়াং অফিসার, কাজেকর্মেও বেশ দক্ষ,
আইটি নলেজ ও আছে, মুখে দাড়ি আছে, পাঞ্জাবি ও পরেন, তা নামাজ পড়েন না কেন?
অফিসার: স্যার, এমনিই পড়া হয় না।
ডিজিএম: না, এমনি তো আর হতে পারে না, নিশ্চয়ই কোনও কারণ আছে,
নাকি আনিছ সাহেব।
আনিছ সাহেব: কারণ না থাকাই অস্বাভাবিক।
অফিসার: আসলে ঐরকম কোনও কারণ নাই।
ডিজিএম: ঐরকম নাই, কিছু একটা তো আছে, সেইটা ই শুনি (হাসতে হাসতে)।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৩

কামাল১৮ বলেছেন: এর পর শুরু হলো মাইর।যেটা উর্ধতন কর্মকর্তার দায়িত্ব।এই বেটা নাস্তিক

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫৯

মৌন পাঠক বলেছেন: পরের পর্বে আমরা জানতে পারব।
অপেক্ষায় থাকুন।

২| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪১

নাহল তরকারি বলেছেন: আলসেমির জন্য নামায পড়ে না অনেকে।

১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩০

মৌন পাঠক বলেছেন: হুম, মেহেদী সাহেবের জবাবটা আজই জানা যাবে।

৩| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
লিখাটা ইন্ডিয়ান সিরিয়ালের মতো হয়ে গেলো না?

১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩২

মৌন পাঠক বলেছেন: কিছু মানুষের জীবন সিনেমা সিরিয়ালরে হার মানায়।
আপনার এটা সিরিয়াল লাগতে পারে।
বাট এই সিরিজের প্রতিটা ঘটনা সত্য।

৪| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৮

শেরজা তপন বলেছেন: কি বলবো বুঝে উঠতে পারছি না!!!
আধখানা লেখায় আধখানা মন্তব্যই সই :)

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৪

মৌন পাঠক বলেছেন: আপনার পূর্ণাংগ মন্তব্যের অপেক্ষায় রইলাম।

৫| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: মানুষকে 'মানুষ' হিসেবে দেখতে হবে। আস্তিক নাস্তিক হিসেবে নয়।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৫

মৌন পাঠক বলেছেন: আমরা মানুষ হিসেবে দেখতে অভ্যস্ত নই।

৬| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩

জ্যাকেল বলেছেন: আপনার লেখাটা পড়ে ভাল লাগল না, যুক্তি মুক্তি এইগুলা ঠিক আছে তবে সাজানো গোছানোর চেস্টা করেন।

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১০

মৌন পাঠক বলেছেন: অরিজিনাল ডায়লগটা লেখার চেষ্টা করা হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.