নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ঘুম

১৪ ই মে, ২০২৩ রাত ১০:০৫

ঘুম পাচ্ছে খুব, জানিস

ভারী ক্লান্ত লাগে, এ চোখ
স্বর্গ নরকের সব ঘুম এসে জড়ো হয়
চার পাতায়
অতীষ্ঠ হয়ে যেন অপেক্ষায়
ধৈর্যের বাধ ভেঙে স্রোত ধারায়
এ যেন জল, স্বচ্ছ স্ফটিকময়
নির্মল

শীতের কুয়াশার মত ধীরে ধীরে
সব করে আচ্ছন্ন
ছেয়ে ফেলে সব বিন্দু ধরে
যতক্ষণ না ঢেকে যায় আধারে
অমানিশার ঘোর
শেষ অবধি, হারায় আলোক রবির
দরুদ পড়ে ফু ফেরেশতা হাজার
মাথা- বুকে হাত বোলায় হুর বাহাত্তর
নাদানেরা বলে, কর্ম ইবলিশের

খুজে পায় কন্যেদের ছোট ছোট হাত
মুখ বুক জুড়ে
খুজে পায় কন্যেদের আদর চুমু
গা হাত জুড়ে
খুজে পায় আধো বোলে বাবা, বাবা ডাক
কর্ণকুহর

ছিড়ে ফেলে সকল শৃংখল
হাজার ও ফেরেশতা
ছুড়ে ফেলে উর্বশী রম্ভা
কামের উদাত্ত আহ্বান
পায়ে দলে স্বর্গ নরক আর ঘুম
জেগে উঠি প্রতিটা ভোর

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০৩

রানার ব্লগ বলেছেন: কবিতা বেশ হয়েছ।

১৫ ই মে, ২০২৩ দুপুর ১:১১

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন

২| ১৫ ই মে, ২০২৩ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই মে, ২০২৩ রাত ১১:২৫

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ১৬ ই মে, ২০২৩ ভোর ৫:২২

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো লাগলো।

১৬ ই মে, ২০২৩ সকাল ৭:৪৭

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.