নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরগের ডাকে ভোর!
এ শহরে কোন ও মোরগ নেই
রেকর্ডকৃত যান্ত্রিক ডাক ডেকে তোলে আমাদের
ভাবতেই ভালো লাগে, শুনি মাটির ডাক
এ শহরে মোরগ নেই, বা মোরগ ডাকে না
ঠিক এমনটা না,
এ শহরে মোরগ আসে, ট্র্যাকে চেপে
রাতের কোন ও এক কোনে ঢুকে পরে শহুরে বাজারে
এ শহরের হাজার খানিক বউ বাজার
প্রাকৃতিক নিয়মে মোরগ ডাকে,
ভ্রমনের ক্লান্তি ভুলে, পৃথিবীর শেষ ডাক
বরের প্লেটে তুলে দিতে মোরগের পা
সাদা ধোয়া ওঠা ভাত রাঙাতে
বউয়েরা সব হাজির
২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন
২| ২০ শে মে, ২০২৩ বিকাল ৫:৩১
নস্টালজিয়া ইশক বলেছেন: সুন্দর কবিতার কথা।
২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২৩ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।