নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সাগর জল হয় ক' ফোটা জলে
নাকি, প্রতি ফোটা জলই সাগরসম
সমুদ্রে বৃষ্টি ঝড়ে, মন্থন মেঘে মেঘে
বজ্রনিনাদ দুনিয়ার সুতীব্র শীতকার
তীব্র আলো ঝলকানিতে আন্ধা ঈশ্বর
ওঠে ঝড়, বুকে প্রলয়, ধাবমান ঈর্ষার
তারই প্রত্যাশায়, স্বর্গচ্যুতি ঘটে আবার
মানুষ ছদ্মবেশে ঈশ্বর, জন্ম হাজার
অরুচি অপ্সরায়, সৃজন করে অবতার
আসে ব্যাটা কেষ্ট, খোজে দোর রাধার
স্বর্গ করে সৃজন মানুষের পুরস্কার
মর্ত্য চষে বেড়ায় পেতে সুখ স্বর্গের
মানুষ, মানুষই হইতে পারে ঈশ্বর
এক নদী তৃষ্ণা, ক' সাগর জলে মেটে
এক চুমু প্রেম, ক' জম্নে জোটে!
দুপুর ১.৫১,
শনিবার,
৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বংগাব্দ
২০ মে ২০২৩ খ্রিঃ
পাতারহাট, মেহেন্দীগঞ্জ, বরিশাল
২১ শে মে, ২০২৩ রাত ১০:৪১
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।