নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি!

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৩৪

ভোর
কাক ডাকা ভোর
এ ভোরবেলা বেরোয় দূর পথের যাত্রীরা
ঈশ্বরের সান্নিধ্য খোজে যারা
ভোরের কুয়াশা মাখে তারা
গোপন প্রনয়ীরা

অচেনা, অজানা, অদেখা দোর

দরজা খোল মনা
দরজা যদিও খোলা

বিস্ময়ে হতবাক দরজার সামনে দাড়ায়ে মেয়েটি
এতটা অবাক হতো না, দেখার পরেও স্বয়ং ঈশ্বরী

: কাকা!
: মারে, তোর বাবা ঘরে আছে? ওরে ডাক।
(কন্ঠে মায়া ঝড়ে পরে)



"সারাক্ষণ এরা ঝগড়া মারামারি করে,
একটুকুন বনাবনি নাই, হয়েছে মোর মরন"

সামনের রুমে বসা, বাবার সাথে,
নাস্তা করছি, ফলমূল, আর ও কি কি যেন

: এই থামবি তোরা, আসলে কপালে ভোগ আছে দুটোর
বেগমের কথা শুনে আওয়াজ দিলাম জোর

: দুটো ভাই: আমার দু পুত্র, সজ্জন, সামাজিক,
ভদ্রজন, জীবনের মাঝ পথের পথিক
থাকতে পারল না মিলে মিশে ঠিক!
ওদের কৈশোর পুত্রেরা থাকবে হয়ে এক!
কি আশ্চর্য!
কি আশ্চর্য!

এককালে বাবার তেজ ছিল, পৌরুষ ছিল,
বয়সের ভারে ন্যুব্জ যেন আজ
মাঝেমাঝে কিছু বলে,
স্বগতোক্তির মতো...

চকিতেই হারাই স্মৃতির পাতায় হাজার
দুষ্টু-মিষ্টি শৈশব, দুর্দান্ত যৌবন, দূরন্ত কৈশোর
ভাই আমার!

সেই থেকে হারায়ে পথ, মত,
হারায়ে দিশা, সকল অহংকার অর্জন যত
পিছে রেখে সব ইতিহাস অতীত
ভাই........ বাড়ায়ে দে দুটো হাত
আয়................ দেখি ভবিষ্যৎ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১০ ই জুন, ২০২৩ রাত ১১:৫৫

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.