নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

বাবার হাসিমুখ

১৮ ই জুন, ২০২৩ রাত ১১:৫৫

বাবার হাসিমুখ

আমি হেসে উঠি, কারনে অকারণে
আমরা হেসে উঠি, কারণে অকারণে

হাসার উপলক্ষ তৈরী করি, না পেলে হাসি
মুখের অমলিন হাসি দেখে, হাসে মা
হাসে ভাইয়া, দাদা, নানা, দাদু, আপু
হাসে পুরো দুনিয়া, খলখলিয়ে
আর কদাচিৎ হাসে বাবা

আমাদের অমলিন হাসি, অমলিন মুখ
মায়ের বিষাদ ভরা মুখ, বাবার পানে তাকিয়ে
আমাদের দৃষ্টি তাদের মুখ পানে
চেয়ে রই
অবুঝ দৃষ্টিতে
তাকিয়ে রই
খুজে ফিরি কারন অকারণ

আমাদের হুটোপুটি সারা ঘরময়
আমাদের হুটোপুটি মায়ের কোলময়
আমাদের হুটোপুটি বাবার পিঠজুড়ে
যেন এক উষড় মরু, ক্লান্তিতে ঘুমিয়ে

আমাদের যত কথা মায়ের নিকট
যত অভিযোগ বাবার
গল্প সারাদিন, চলে এক্সপ্রেসে
সান্ধ্যনগরীতে
যত আবদার, ১ টা দুটো অনে....ক

মা হাসেন, আমাদের সাথে,
আড়ালে মুছে চোখ
বাবা হাসেন না, চোখ ও মোছেন না
যেন খোদার হাতে গড়া পাথর এক

বাবা যেন এক সাহারা
শুষে নেয় মায়ের সব অশ্রুধারা
ওতেও মেটে না তার পিপাসা

যে রাতে আকাশে বজ্রপাত
মরুর বুকে বজ্রনিনাদ
দূর থেকে দেখি কালবোশেখী ঝড়
বাবার মৃতপ্রায় শরীর
জেগে ওঠে
আদিম উল্লাসে
বুনো হুংকার
সাইরেন বাজে হাজার
কানফাটা অট্টহাসিতে

মায়ের পাশে দাঁড়িয়ে
চেপে তার আচলে মুখ
মুচকি হাসিতে
আমরা ও হেসে উঠি
বাবার হাসিমুখে

বেলা ১১.৩০ মিনিট
১৫ ই মে ২০২৩ খ্রিঃ
বিকেবি, পাতারহাট শাখা,
মেহেন্দীগঞ্জ, বরিশাল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৩ রাত ১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সকল বাবারা ভালো থাক।

১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

মৌন পাঠক বলেছেন: ভালো থাক বাবারা।

২| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

মৌন পাঠক বলেছেন: সুন্দরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.