নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুত দিন, বর্ণের পরে বর্ণ ভেসে যাচ্ছে জলে
কিষানী ধানের বীজ দেয় জল ভাঙা ওমে
কিষান ফলায় লাঙলের ফলা,
কিষানীর কাদামাটিতে, স্বর্গের খোজে
এ মনের কাদামাটি, যেমনি করে মিহি
কিষানীর স্তন মইয়ে
বর্ণেরা সব অংকুরিত হয়, শব্দ বুকে
চাষা বোনে বীজ, সদ্য চাষ করা ক্ষেতে
এলোমেলো ভাবনা, কথাতে
কথারা সব ভিজে যায়, ঠোটে
প্রেমিকার স্তনে, ভাবনারা সব জ্যান্ত
হাটে জিভের ডগায়
অত:পর, রোপন করে কৃষক ধানের গোছা
চুলের মুঠি ধরে,
বাক্যরা সব ঝড়ে পরে, কলমে
কবিতায়!
রাত ১.১৪
শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩
পাতারহাট, মেহেন্দীগঞ্জ, বরিশাল।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ভালোই হয়েছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৫
কাছের-মানুষ বলেছেন: ভাল হয়েছে কবিতা।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: আজকাল আমার কবিতা পড়তে ভালো লাগে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৩
মৌন পাঠক বলেছেন: কবিতার পাঠকের আকালে এর থেকে ভালো খবর হতে পারে না।
শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭
জিনাত নাজিয়া বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে।