নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রঃ অন্তর্তেল (অন্তর্জাল)
সুরভী আমার ক্লাসমেট।
সেদিন ওরে বললাম,
দেখ, মানুষ মানুষের নিকট অনেক কিছুই চায়,
আমি ও তোর কাছে কিছু চাই
অজানা আতংকে ওর মুখ পাংশুবরণ ধারন করল,
কল্পনার চোখে দেখে নিলাম
মানুষ কত বিচিত্র প্রানী,
কত বিচিত্র তার চাওয়া,
এত বিচিত্র চাওয়া সামলানো!
ঈশ্বর ও পারেনি
ওর উত্তর কিংবা পার্মিশনের ধার না ধারি
"তেল দিবি? খানিক তেল!"
অনেকেই অনেক কিছুই চায়,
ভালোবাসা, ভালো-বাসা
প্রেম, শরীর, কাম
ওসব কিচ্ছু চাইনারে,
খানিক তেল চাই.. দিবি?
মনে রাখিস, এপারে দিলে ১ ফোটা
ওপারে পাবি সত্তর গুন
দেনা, তেল!
বেলা ১.১৫, শুক্রবার
সেপ্টেম্বর ৮, ২০২৩ খ্রি:
পাতারহাট
মেহেন্দীগঞ্জ বরিশাল
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪০
মৌন পাঠক বলেছেন: এটা আপনার পোস্টের কমেন্ট বক্সেই লিখে ফেলেছিলাম,
আবার ও, ধন্যবাদ।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪১
মৌন পাঠক বলেছেন: বেশ বেশ!
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১১
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর হয়েছে কবিতা। শুভ কামনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪১
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩
বাকপ্রবাস বলেছেন: তেল দিয়ে কী হবে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪১
মৌন পাঠক বলেছেন: রান্না করব, দিবেন?
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৪
মৌন পাঠক বলেছেন: আপডেটঃ সুরভী মোরে অবন্ধু কইরা দিছে,
বলক ও কইরছে
কি অবে গো মোর.....
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: বাহ!
সুন্দর কবিতা লিখেছেন।