নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

আত্ম-আলোচনা

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০

বরাবরই চেয়েছিলাম, কেউ আমার সমালোচনা করুক, গঠনমূলক।

হয়তোবা কেউ করেছে, বুঝি নাই বা আমলে নেই নাই, ঘাউড়া পরিচয়টা ইদানিং খুব ব্র্যান্ড হয়া দাড়াইছে।
তেমন কেউই সমালোচনা করে নাই, হয়তোবা আমারে বুঝতে পারে নাই, বা আমারে দেখতে বা বুঝতে ওকে মনে হইত।
বা তার সমালোচনারে তথ্য/তর্ক দিয়া উড়ায়া দিতাম।

এই ব্লগে এই নিকে ই অনেক কবিতা জাতীয় কিছু লেখি, আদৌ কবিতা হয় কিনা, সে ও জানিনা;
আর পপুলার যে না সে বুঝি বিলকুল, এখানে ও তেমন একটা সমালোচনা পাইনি,
যেটা পেয়েছি গ্রহন করেছি, গঠনমূলক দৃষ্টিভংগি থেকে।

আশেপাশে কাব্য পছন্দ করে সেরকম ব্যক্তি ও কেউ নাই, বন্ধু ভাগ্য আমার বরাবরই খারাপ, বা শূন্যের পর্যায়ে।

তার উপরে এই সকল লেখাগুলো নিয়ে একটা বই প্রকাশ করার কথা ভাবলাম, সংকলিত করে দেখলাম, ৭০ টার মত লেখা হচ্ছে।

কাগজের অপচয় নিতে পারব না, প্রকাশের চিন্তা করার পূর্বে ভাবলাম কাউকে দেখাই, কাউকে ই পেলাম না, এই ব্লগে সমালোচনা করার আহ্বান করে লিখলাম, সারা পাই নি (ভিন্ন কন্টেক্সটে)।

স্মরনাপন্ন হলাম, একজন কবির, বর্তমান সময়ের বিখ্যাত কবি।
আমার দৃষ্টিতে সে সময়ের সাহসী ও খুব প্রাসংগিক, আমার পছন্দের তো বটেই।

সে আমার লেখা দেখতে রাজি হল, তাকে পান্ডুলিপি দিলাম, সময়ের পূর্বে ই সে আমাকে কল করল ও আমার লেখার ব্যাপারে নিম্নের মন্তব্যগুলো দিলঃ
১) ব্যক্তি জীবনে ডিপ্রেসড- সত্য।
২) সেক্সুয়ালি ফ্রাস্টেটেড- আমার মনে হয়না, ভীষণ কনফিউজড ও ব্যাপারটা লিনিয়ার না।
৩) লেখায় অহেতুক সেক্স ও কাম চলে আসে- আসে, অহেতুক কিনা জানিনা।
৪) পড়ে মাথা ব্যাথা করছে, পড়া একধরণের শাস্তি - রিমান্ডে পড়ানো যেতে পারে।
৫) লাইনের পরে লাইন লেখা, পুরো পৃষ্ঠা, কোনও সেন্স মেক্ করে না - নন্সেন্স রাইম।
৬) কাওয়ালী লেখার চেষ্টা, ছন্দ ই তো হচ্ছে না- নো মন্তব্য।
৭) নিজেকে খুব বড় কিছু ভাবেন - হাসি অনর্থক।
৮) প্রথম জীবনে প্রচন্ড ইনফেরিয়র কমপ্লেক্সে ভুগছেন - হুম।
৯) এখন সুপিরিয়র কমপ্লেক্সে ভুগছেন - না, হাসাইলেন।
১০) নিজেরে খুব বড় ভাবেন, ইন ফিউচারে বড় কিছু হয়ে কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা ভেবে পুলকিত হচ্ছেন-- না।
১১) না ভেবেই কাজ করেন - হ্যা।
১২) স্পর্ধা সম্পন্ন ব্যক্তি - শব্দটায় আপত্তি আছে।
১৩) প্রচন্ড ঘাউড়া - ডেফিনিটলি।
১৪) প্রিয় কবি কে - কেউ না।
১৫) কার লেখা পড়েছেন - র‍্যান্ডম।
১৬) কোন ও কবির ১ টা বই/ কাব্যগ্রন্থ পড়েছেন, নাম বলুন - পড়িনি।
১৭) প্রস্তুতি ছাড়া ই কবিতা লিখতে বসেছেন - নো মন্তব্য।
১৮) আপনার কন সেপ্ট গুলো ভালো, প্রস্তুতি না থাকায় ভালো হয় নাই।
১৯) ৭০ টার মধ্যে ৫০ টা ভালো ই শুরু করেছিলেন, এক পর্যায়ে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন।
২০) আপনার লেখা পড়ার শুরুতে মনে হয় ফটিয়ে ফেলবেন, শেষে গিয়ে জিরো, মনে হয় পর্বতের মূষিক প্রসব।
২১) ৫০টা কবিতার ক্ষেত্রে কবিতা না হয়ে দারুণ ৫০ টা কবিতার এবর্শন হয়েছে, মৃত্যু হয়েছে।
২২) আগামী ১ বছর ১ টা কবিতা ও লেখবেন না, শুধু পড়বেন, আইডিয়াগুলো নোট রাখবেন।
২৩) আপনাকে কেউকি সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছে - না, তবে আমার ই মনে হচ্ছে, আমার দেখানো উচিত।
২৪) আপনি প্রচন্ড অসৎ, অসততা নিয়ে কবিতা লেখা যায় না - কোন প্রসংগে বলছে, সেইটা ভুলে গেছি।
২৫) আপনি খুব রকম মিথ্যুক - আংশিক।
২৭) আপনার মাঝে সৌজন্যবোধ নাই - সৌজন্যবোধ নিয়া কনফিউশন।
২৮) আপনার সাথে কথা বলা একটা পেইন - স্বীকার করি।

তার আর ও কিছু সমালোচনা ছিল, পুরোটা মনে নেই, সাজালে মোটামুটি এই।

এই সমালোচনা টুকুন নিতে আমি পে করেছি, না এইটাকে আপনারা অহেতুক বা অপ্রয়োজনীয় ভাববেন না, এইটা তার কাজের সম্মানী।
এইটাকে আমি পুরোপুরি সমর্থন করি।

সে যে কাজটা করেছে, সেটা আসলেই পেইনফুল, ও নাথিং ইজ ফ্রি অর শুড বি ফ্রি।

আমার এই পোস্ট ও তেমন পাঠক প্রিয়তা পাবে না, তেমন কেউই পড়বে না- ইভেন আমার এই লেখাটা পড়া ও হবে প্যারাময়।

ইউ আ ওয়েলকাম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৫৩

সোনাগাজী বলেছেন:




আমি আপনার অনেক কবিতা পড়েছি; কিন্তু কোন সময় মন্তব্য করেছি বলে মনে হয় না। আপানার মনে ভাবনা আছে, উহাকে মানুষের মনের ভাবনাতে পারিণত করতে পারেননি, মনে হয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

মৌন পাঠক বলেছেন: হয়তো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.