নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

বেহুদা প্যাচাল ২

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১

এবারে বলছি আমার আরেকজন প্রিয় ব্যক্তির কথা।

সে ও একজন ব্যাংকার, আমার ই মত একটা সরকারি ব্যাংকের ব্যবস্থাপক।
মাসুদ ভাই, আমাদের মাসুদ ভাই।

তার সাথে পরিচয় কর্মসূত্রে, পরিচয় তার অফিসে গিয়ে।

একজন দক্ষ ব্যাংকার, একজন অসাধারণ মানুষ।

তার নিকট থেকে ব্যাংকিং এর অনেক ইন্স & আউটস শিখেছি, যদি ও আমরা একই ব্যাংকে নেই।

ফাইলিং করা, ঋণ ফাইল প্রস্তুত করা, শাখাকে সাজানো গোছানো, স্টাফদের ম্যানেজ করা,
গ্রাহকদের সামলানো, হাই অফিসিয়াল ও বিভিন্ন হেভি ওয়েট ব্যক্তিদের ম্যনেজ করা
এরকম আর ও অনেক কিছুই শিখেছি তার নিকট থেকে, তাকে দেখে, তার গল্প শুনে।

ব্যক্তি জীবনে খুব ধার্মি, সৎ ও নিপাট ভদ্রলোক।
অবশ্য ধর্মীয় মত নিয়া তার সাথে আমার খুব লাগত, তার মতের সাথে আমার মতের ভিন্নতা ছিল।

তাকে ভুল বলছি না, সে জাস্ট প্রচলিত ধর্ম মতকে মেনে নিয়ে চলত,
আর এই প্রচলিত ধর্মমত সাধারনত ওয়াহাবী মতাদর্শ ও আমারটা সুফী মতবাদ, পার্থক্য এখানে ছিল।

আমাদের আড্ডাগুলো খুব প্রানবন্ত ছিল, সময় টা দারুন কাটত, আড্ডা গানে।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: লেখাটা পড়ে ভাবছি এটা কি গদ্য কবিতা নাকি স্মৃতিকাতর কোনো লেখা। সত্যই ভাবছি কিন্তু ভাইয়া।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

মৌন পাঠক বলেছেন: আমার কবিতা আসলে কবিতা হয়না,
আমার লেখা বোধগম্য হয় না,
এই লেখার জড়তা কাটাতে এলোমেলো কিছু লিখছি,
সেখান থেকেই এই স্মৃতিচারণ।

এটা ও ভালো হয় নাই, সে জানি।

আপনাকে ও অন্য সবাইকে ধন্যবাদ পড়ার জন্য।

২| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ৭:৪৯

শার্দূল ২২ বলেছেন: মৌন পাঠক যখন লেখক হয় তখন অনেক শক্তিশালী হয় ,তাই পোষ্ট দেখেই আসলাম ।

ওহাবী এবং সুফিবাদের পার্থক্যের দুরত্ব কিন্তু অনেক মৌন ভাই,সালফে সালেহিনদের পরে পৃথিবীতে সুফিরাই ধর্ম প্রচার প্রসার করেছে, ওদের শ্রমের উপর এসে খেয়েছে সুলতান মোগলরা । সুতরাং তফাৎ অনেক বেশি।

ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৫১

মৌন পাঠক বলেছেন: েই বিষয়ে সামান্য পড়াশোনার চেষ্টা করেছিলাম, এখন ও চেষ্টা অব্যাহত আছে

ধন্যবাদ

৩| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৪

মিরোরডডল বলেছেন:




ব্যক্তি জীবনে খুব ধার্মি, সৎ ও নিপাট ভদ্রলোক।
অবশ্য ধর্মীয় মত নিয়া তার সাথে আমার খুব লাগত, তার মতের সাথে আমার মতের ভিন্নতা ছিল।


আমাদের শার্দূলও কিন্তু একজন মাসুদ, মৌন পাঠক কি জানে?
সে হচ্ছে মাসুদ রানা :)
তার সাথেও কিন্তু মতের ভিন্নতা দেখতে পাচ্ছি।


০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৫২

মৌন পাঠক বলেছেন: জান্তুম না,

মতের ভিন্নতা ই স্বাভাবিক ও সুন্দর।

ধনবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.