নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে বেদনা

০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

সকাল হইতে বুকে ব্যাথা!

না না, এই বেদনা বান্ধবী ললিতার লাগি না,
বা ললিতার বেদনা না, অনুমান করছি অম্ল বেদনা,
উহার সাথে খানিক ঝাল মিষ্টি হইলেই চাটনি!

চাটনি শুইনা ই জিভে জল,
সেই জলে খেয়ে নিলাম এ জাতির জাতীয় "গ্যাস্ট্রিকের ঔষধ"।

কিন্তু, বেদনা কমছে না।

ব্যাথা কিন্তু বুকের ডান দিকে,
সাবেক রাষ্ট্রপতি কইয়াছিলেন, তার নাকি হৃদয় ও হৃদয়ঘটিত সমস্যা নাই - তাহার স্ত্রী কর্তৃক প্রত্যায়িত।

আমার আম্মা ও কাকিরা কহিয়াছেন, সিমার!
অবস্থাদৃষ্টে উহা সত্য বলিয়া প্রতিয়মান হইয়াছে।

শরৎ বাবুর হৃদয় ছিল কুমড়ার ফালি, ভাগ করে বিলাইত, বড় ভালো ও দয়ালু ছিলেন গো...

বেগম, আমার হৃদয়ের ব্যাপারে মন্তব্য করিতে নারাজ,
কারন জিগাইবেন না, জানি, কিন্তু বলব না...

বড়ই পরিতাপের বিষয়, বন্ধু বান্ধবীগন এই বুকের ডান পাশের বেদনারে পাত্তা দিতে চায় না, উহারে তারা ললিতার ব্যাথা বলিয়া টিটকারি মারে।

এই অবেলায় প্রশ্ন হইতাছে, এই হৃদয়ের ডান পাশের বেদনা নিয়া অফিস আওয়ারে লেখা আমার মহাকাব্য খানা কোনওরুপ "সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯" এর পরিপন্থী হইবে কিনা?

কোনও সদয় ব্যক্তি এই আধা অধম, আধা উত্তম, ও উত্তম পর্যায়ের মধ্যম ব্যক্তিকে অবহিত করিয়া ধন্য হইবেন, পরে আফসুস করিয়া ও কুলাইতে পারিবেন না, কহিয়া দিলাম।

কুনুমতে উহার ব্যত্যয় ঘটিলে ফলস্বরূপ একখানা কারণ দর্শানোর চিঠি আসিতেই পারে, আর উক্ত পত্র বুকের বা দিকে বেদনার সমূহ কারন হইয়া দড়াইতে পারে।

দুষ্ট লোকে বলিবে, অতি উত্তম হইয়াছে, বড় বার বারিয়াছিল।

দোস্তেরা কইবে, অভিশাপ লাগিয়াছে।

নিন্দুকেরা কইবে, আগেই জানতুম।

বেগম কইবে, যাক, তোমার তাইলে হৃদয় ও হৃদয়ঘটিত বদনা আছে, নিশ্চিত হওয়া গেল।

ডাক্তার, কইবে, চিড়িয়া দেখি, বুক!



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


হার্টে ব্লক ধরা পড়েছে।

০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৯

মৌন পাঠক বলেছেন: ব্লগ দিয়া নেট চালানো লোক

২| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যথা বেদনায় ভরা জীবন

০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৯

মৌন পাঠক বলেছেন: ভাগ্যিস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.