নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো জন্য কিছু করার কথা ছিল কি!
কই, মনে ত পরে না, কখনো কাউরে কোনো কথা দিছিলাম।
নিজের মনে ভাইবা লইছেন, আপনার জন্য আমি এই করুম, সেই করুম
আমারে জিগাইছেন?
নাকি আমার করার মত অবস্থা আছে কিনা, সেইটা ভাবছেন?
আমি ত আমার লাগিই কিছুই করতে পারি নাই, আপনার লাগি ক্যামনে?
আইচ্ছা, ধরেন, আপনার লাইগা করুম, তা আপনি আমার লাইগা কি করছেন?
সামান্য ১টা পজিটিভ কতা কইছেন, নাকি অন্য কেউ নেগেটিভ কথা কইলে তার কাউন্টার দিছেন?
কুনুটাই ত করেন নাই, সব কিছু করনের দায় আমার একার, আপনার কিছুই নাই!
আপনি কার লাইগা কি করছেন?
সব বাদ দেন, সব!
আপনি আপনার নিজের লাইগা কিছু করছেন?
আপনি আপনার নিজের লাইগাই ত কিছু করেন নাই, আশা কইরা বইসা আছেন, অন্যে আপনার লাইগা করব।
আরে ভাই, যে নিজের লাইগা ই কিছুই করে না,
তার জন্য অন্য কিছু করব, সেইটা কিভাবে সম্ভব!
১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
মৌন পাঠক বলেছেন: না, ভাইবা ই জীবন চালাইতে হয়,
ভাবনাটা ক্লিয়ার থাকা খুব ই গুরুত্বপূর্ণ।
ভাবনাটা ক্লিয়ার থাকলে বেহুদ ম্রা খেতে হবে না
অপ্রয়োজনীয় প্যারা নিতে হবে না।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৯
মৌন পাঠক বলেছেন: ভাই, দীর্ঘদিন ধরে বড্ড অগোছালো লাইফ আমার,
তার প্রতিচ্ছবি আমার লেখায় ফুটে ওঠে।
বেশ কিছু লেখা জইমা আছে, নিজেরে গুছায়া নিতে পারছি না বলে লেখা হচ্ছে না।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১
সামরিন হক বলেছেন: আপনারে ভুলিয়া আপন খোঁজে মাতি।
শুভেচ্ছা রইল।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
মৌন পাঠক বলেছেন: খুজে পাই কি?
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন মানুষের অভাব নাই এই জগতে
ভালো লাগলো
১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এত কিছু ভেবে জীবন চলেনা ।
....................................................................
জীবন একটা বহমান নদীর স্রোত,
মাঝে মাঝে বাধা আসবে
তবুও সে নিজ গতিতে চলবে !!!