নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার প্রেমিকা
তুমি না জানলে ও!
বহুতকাল পূর্বে কোনও এক
মন খারাপের অবেলায়
দেখেছিলাম তোমায়
প্রথম দেখাতেই
নিবেদন: প্রেম!
আজ অবধি যা করা হয়নি কাউকে
কোনও রমনীকে
যেনে রেখ,
বা না জানো
তুমি আমার ১০০১তম প্রেমিকা
যাকে নিবেদন করেই
হাজার বারের চেষ্টা সফল
আজ আমি এক ব্যর্থ প্রেমিক
ব্যর্থ প্রেম ই সফল!
২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬
মৌন পাঠক বলেছেন: এবং হাজার বার প্রেমে পরা তার অধিকার,
নইলে কবিতা লিখবে কিভাবে
২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: নজরুলের মতো জ্বালাময়ী কবিতা লিখুন।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৬
মৌন পাঠক বলেছেন: জ্বালাময়ী হবে কিনা জানিনা,
তয় একবার লেইখা শোকজ খাইছি,
বহুত ঝামেলায় আছি (অন্য বিষয়ে),
বেশ কিছু কবিতা মাথায়, লেখাও
প্রকাশ করলে কি হবে সে বুজতেছি না
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১০
মৌন পাঠক বলেছেন: আপনার সাথে কথা কইতে পারি?
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
বিজন রয় বলেছেন: কবি ব্যর্থ হয় না। কারণ সে তো প্রেমিক না। কবি প্রতিটি কবিতায় প্রেম চাইতে পারে।