নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

সহ-নাগরিক

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩

বছর পরে যখন
তোমার আমার দেখা হবে
ক্ষনিকের তরে
কি করবে তুমি?
চমকে উঠবে
নাকি মুখ ঘুড়িয়ে চলে যাবে
তোমাকে চিনতেই পারব না,
তুমি আমাকে

৫ মে ২০২৩ খ্রিঃ

আবার যখন মুখোমুখি,
তুমি আমি;
মাঝে অনেকগুলো অদৃশ্য দেয়াল
কিছু তোমার তোলা
কিছু আমার
বাকী কিছু সমাজ, রাষ্ট্র ও সভ্যতার

সে অদৃশ্য কাচের দেয়াল
ঠিক তেমন
সে প্রতিটা প্রথম দিনের মত
আসবে কি সে অনুভূতি
যার জন্য প্রেমে পড়েছি হাজারবার
তুমি আমার, আমি তোমার
তুমি আমি, অন্য কারোর

নাকি শেষ দিনটার
যে দুঃসহ অভিজ্ঞতার জন্য
আর কখনোই চাইনি
প্রেমে পরতে, ভালোবাসতে
তুমি আমার, আমি তোমার
তুমি আমি, অন্য কারোর

নাকি এভাবেই
একই শহরে, একই আকাশের নিচে
সহ-নাগরিক হয়ে
মনের ভেতর পুষে রেখে
ঘৃনা ও মায়ার বাস

রাত ১০.২০
৭ পৌষ ১৪৩০ বংগাব্দ
২২/১২/২৩ খ্রিঃ

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৮

বিজন রয় বলেছেন: সহ-নাগরিক প্রেম!!!!

সমাজ, রাষ্ট্র, সভ্যতা কি প্রেমের পথে দেয়াল তৈরি করল?

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৮

মৌন পাঠক বলেছেন: শুধু সমাজ না, প্রেমিক প্রেমিকারা নিজেরা ও

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪১

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৬

বাকপ্রবাস বলেছেন: দেখা না হবে সেটা ভেবে পথা চলা প্রয়োজন

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৬

মৌন পাঠক বলেছেন: খুব বড় অনিশ্চিত, জীবন
ততটা অনিশ্চিত না, প্রেম
ততটা অনিশ্চিত না্‌, বন্ধুত্ব
খুব রকমের ছোট, পৃথিবী
খুব রকম নিশ্চিত, মরন
সাক্ষাৎ নিশ্চিত, মৃত্তিকায়।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

স্বর্ণবন্ধন বলেছেন: কবিতাটি খুব চমৎকার হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

মৌন পাঠক বলেছেন: কবিতা হইল তবে।

পাঠ করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.