নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

প্রেম গাথা

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১০

তুই হাজার বছরের প্রেম আমার
তোর প্রেমে আমি বা আমার প্রেমে তুই
সে হাজার বছর পূর্বের ইতিহাস

এ পৃথিবীর ইতিহাস
মূলত: তোর আমার প্রেমেরই ইতিহাস

পৃথিবীর প্রথম মানব মানবী আদম আর হাওয়া
তোর আর আমারই অবতার

হাজার জন্মান্তর আর
হাজার দেহ ভ্রমন করে
এডাম আর ঈভ হয়ে আজ
তুই আমি দাঁড়িয়ে এখানে
এই বংগভূমিতে

দুনিয়ার তাবত সভ্যতা
সিন্ধু থেকে বল্গা
গ্রিক থেকে মেসোপোটেমিয়া
রাইন থেকে গংগা
ওসব তোর আমার প্রেমের অমর কীর্তি

বৎস্য: বুদ্ধ যে প্রেম এর কথা ছড়াইল দুইন্যায়
সে প্রেম করিল মোদের অমর

যীশু, আমাদের সন্তান
দিল ধর্মে প্রান
স্বীকৃতি দিতে তোর আমার প্রেমের

আমাদের প্রেমের ফসলে আজ পূর্ণ ধরা
সক্রেটিস, এরিস্টটল, ডায়জেনিস
শেক্সপিয়ার, রবিন্দ্রনাথ, জীবন
মার্ক্স, হেগেল, গ্যালিলিও

এ পৃথিবীর বিপ্লবের ইতিহাস
মূলত: তোর আমার প্রেম প্রতিষ্ঠার ইতিহাস

এ পৃথিবীর প্রতিটা আন্দোলন
তোর আমার প্রেমের অধিকারের আন্দোলন

এ পৃথিবীর প্রতিটা যুদ্ধ,
তোর আমার প্রেম আর তার ঘরের লাগি

এ পৃথিবীর প্রতিটা বর্ণ
তোর আমার প্রেম পত্রের থেকে তুলে নেয়া

এ পৃথিবীর প্রতিটা শব্দ
তোর আমার প্রেমালাপ

এ পৃথিবীর প্রতিটা ধর্ম
তোর আমার প্রেমের ধর্ম

এ পৃথিবীর প্রতিটা গান
আমাদের প্রেমের গান

এ পৃথিবীর প্রতিটা আবিষ্কার
তোর আমার প্রেম প্রতিষ্ঠার

এ পৃথিবীর প্রতিটা সৌন্দর্য
তোর আমার মিলনের রুপ

লেখা হইছে যত কবিতা কাব্য
বেবাক, স্মরণ করে তোরে আর মোরে

তুই ও আমি, আমি বা তুই
এ দুনিয়া, সব মিলে এ দুই



রাত ১২.৪০
৬ ই পৌষ, ১৪৩০ বংগাব্দ
২১ ডিসেম্বর ২০২৩
দশমিনা, পটুয়াখালী

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: মানুষের ইতিহাস হলো বেচে থাকার জন্য সংগ্রামের ইতিহাস।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৮

মৌন পাঠক বলেছেন: সেটাই

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



এতো দেখি আনন্ত প্রেমগাথা ।
এতে দাড়ি কমা সেমিকোলন কোন কিছুই নেই
এই প্রেম গাথা তাই মনে হয় চলবে অনন্ত কাল ধরে ।
কবিতার কোন সীমাবদ্ধতা না থাকলেও
লেখা লেখিরতো একটা সীমাবদ্ধতা অছে!!
নাকি এখানেও বাঁধ ভাঙ্গার আওয়াজই
প্রতিধ্বনিত হচ্ছে ।

যাহোক , দাড়ি কমা সেমিকোলন না থাকলেও
স্তবক আকারে লেখাশৈলী হতে কবিতাটি
বুঝতে কোন অসুবিধা হয়নি ।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২২

মৌন পাঠক বলেছেন: বোধগম্য, জেনে ভালো লাগল,
বাংলায় বড় দুর্বল

ধন্যবাদ

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন:
এতো দেখি আনন্ত প্রেমগাথা ।
এতে দাড়ি কমা সেমিকোলন কোন কিছুই নেই
এই প্রেম গাথা তাই মনে হয় চলবে অনন্ত কাল ধরে ।

হা হা হা ............... আমি ভয়ে আছি।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৮

মৌন পাঠক বলেছেন: হাহা

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

স্বর্ণবন্ধন বলেছেন: বাহ পৃথিবীর ইতিহাস আর প্রেমের ইতিহাস মিলেমিশে অন্তহীন হয়ে গেল।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

মৌন পাঠক বলেছেন: এইটা প্রেমের ইতিহাস না,
পৃথিবীর ই ইতিহাস
এইটা পৃথিবীর ইতিহাস না
প্রেমের ইতিহাস

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.