নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলের দোকানে ধুতরা বিক্রি হয় না
প্রশ্ন জাগে, ধুতরা কি ফুল না
নাকি, এ সমাজ, এ সভ্যতায় অপাংক্তেয়
অথচ, তাকিয়ে দেখ, একমাত্র সে ই অকপট,
অথচ, দেখ, একমাত্র, সে ই নির্বিষ
কারো হৃদয় ভাঙে না,
হৃদয় ভাঙার কারণ ও না
কোনো কাব্য কবিতা নাই
গান নাই, নাই স্তুতি
প্রনয় প্রার্থীদের
লালসা নাই প্রেমিকরুপী অপ্রেমিকদের
তবু অবহেলিত, ভয়ে ভীত-সন্ত্রস্ত
ফুলের তোড়া সাজে, রমনীদের হাতে
হাজার নাম দেয়া ফুলের
স্বাগত জানাতে জাহান্নামের কীটেদের
অর্ঘ্য বিলাই পুষ্পস্তবক
পাপীদের টেবিলে, নষ্টদের শবযাত্রায়
অমানুষের পায়ে বিলোয় সব পুষ্প
হেথায় পাবে না কোনো ধুতরা
এমন দুনিয়া হোক আবাস
একই দোকানে ধুতরা গোলাপ
মানুষ! তুমি
তোমায় অভিবাদন ধুতরা হাতে
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২০
মৌন পাঠক বলেছেন: মুই কিচ্ছু জানিনা
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নবম শ্রেণিতে পড়াকালীন ধুতরার সাথে পরিচয় হাজার বছর ধরে উপন্যাসের হাত ধরে৷
এরপর এক বান্ধবী আমার জন্য ধুতরা ফুল নিয়ে এসেছিল সেই নবম শ্রেণিতে থাকতেই। কেনো এনেছিল, অত বছর আগের কথা ঠিক মনে নেই।
সে ফুল আমার হাতে দেখে, এক ম্যাথ শিক্ষক আমার নামের ছন্দ মিলিয়ে আমাকে ডাকা শুরু করলেন, রিয়াদুল ধুতরা ফুল।
ধুতরা কথায় সেই কিশোর বছরের অনেক কথা মনে পড়ে গেলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৯
মৌন পাঠক বলেছেন: Perhaps she thought, "You were the Man!"
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা মাশাআল্লাহ
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৫
মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জানবেন জনাবা
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা +++
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৬
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন জনাব
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০১
মিথমেকার বলেছেন: গুনে গুনে চারটে মুখে পুরলেই খেলা খতম..
বিষাক্ত সুন্দর কবিতা!
বসন্তের শুভেচ্ছা।