নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

স্বগতোক্তিঃ ২

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

প্রচন্ড ডিস্টার্বড: মানসিকভাবে
খুব সমস্যা হয়
বিশেষ করে যখন, লিখতে বসি
ভাবনা গুলো গুলিয়ে যায়
আকার পায় না

চিন্তাগুলো, এলোমেলো বড্ড
তালগোল পাকানো
যেমনি করে জট পাকানো
রাস্তার উদ্ভ্রান্ত পাগলের চুল

কখনো ও ওরে গোছানো যাবে না
টেনেটুনে সোজা করা যাবে না
কাজ হবে না কোনো সাবান শ্যাম্পুতে
ভিটামিন বা এক্সট্রা ভার্জিন তেল এ
খুব বেশী করলে জোরাজুরি, ছিড়ে যাবে
ছড়ায়ে পরবে, মাটিতে
মিশে যাবে মাটিতে, কার্বন!

তেমনি ঠিক, আমার ভাবনাগুলো
আলোর মুখ না দেখা চিন্তাগুলো
পড়ে থাকে বিচ্ছিন্ন, বিষন্নতায়
যেন বিকলাঙ্গ কোনও মানব শিশু
ব্যাথায় মুখ কুচকে তাকায়ে আছে
পিটপিটে চোখে,
যেন, ভেবে মরে
কেন এ জীবন!
যেন বেচে মরে,
কেন এ জীবন!

হাজার করুনায় অতীষ্ঠ হয়ে
সবার প্রতি স্বকরুন চোখে
সবার প্রতি করুনা ভরা দৃষ্টি
সবাইকে ই করুনা করে,
যেন, যাহ! বেচে যা
হন্তক হয়ে বেচে যাহ!

রাষ্ট্রযন্ত্র ও করে না কবুল, আত্মাহুতি
উহার শাস্তি, আবার জীবন দন্ড!
কি বিচি-ত্র আহা!
ধর্মে ও উহা নারকীয় অপরাধ
নরকের বাসিন্দারে নারকীয় ভয়

তেমনি করে বেওয়ারিশ, লাওয়ারিশ
আমার ভাবনাগুলো, চিন্তাগুলো
যেন ওর গলা চেপে ধরি
দু হাতের দশ আংগুলে
দম বন্ধ করে করি খুন!
আর, সোল্লাসে করি চিৎকার, আনন্দে
বিকৃত সুখের উল্লাসে
ও গলাতে দেখে হাতের ছাপ
আয়নাতে, অথবা দুঃস্বপ্নে

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: এটা কী কবিতা? নাকি গদ্য আকারে কোন লেখা?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

মৌন পাঠক বলেছেন: অ-কবিতা

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: কবিতার মূলভাব টা পরিস্কার বুঝতে পেরেছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

মৌন পাঠক বলেছেন: মাই প্লেজা, ডিয়া

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

সোনালি কাবিন বলেছেন: আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরে
স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২

মৌন পাঠক বলেছেন: আধারে যাই
আলোতে নাই

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৪

এম ডি মুসা বলেছেন: চমৎকার কবিতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.