নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

নগদ নারায়ন!

০৯ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৮

সমাজে অনেক কিছুই ঘটে,
আপাতত দৃষ্টিতে ভালো বা মন্দ।

আবার কিছু বিষয় আছে, যা গোষ্ঠীর স্বার্থের উপর ভিত্তি করে ভালো বা মন্দ হিসেবে বিবেচিত হয়।

এই স্বার্থ শুধুমাত্র অর্থনৈতিক না ও হইতে পারে, তবে যা ই হোক, স্বার্থ'র ব্যাপারটা ইউনিভার্সাল।

এইটা হাসিলে তারা সবই করবে, সে ভেড়ার পালে নেকড়ের মুখোশ পরা থেকে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আত্মমর্যাদা, সততা, ধর্ম বা যা কিছুই হোক সেটা তারা ব্যবহার ক্ক্রবেই।

যেখানে যেটা প্রযোজ্য আর কি।

Whatever you say or do good for mass, they are gonna encash it.

সে আপনারে এনক্যাশ করব, করব আপনার শরীরের প্রতিটা অনু পরমানুরে, এমনকি মনের মত অপদার্থ!রে ও, আপনার চিন্তারে ও এনক্যাশ করবে, আয়রনি হচ্ছে, সে সব থেকে বেশী এনক্যাশ করবে আপনার মন, চিন্তা ও চেতনা।

এইখানটায় আইসা সতর্ক থাকতে হবে, কোনো মতে ই আমি এনক্যাশ হচ্ছি কিনা, যেটায় আমরা শুধু দুর্বল ই না, বরং এই এনক্যাশমেন্টের বিষয়টা আমরা জানি ই না।

যদি আপনি মনে করেন, আপনি এইটা জানেন,
ইউ আ ওয়েলকাম, এন্ড আপনিই সব এনক্যশ করতাছেন

আপাতত প্রসংগ: কোনও এক ভার্সিটির সেহরিতে গরুর মাংস না দেয়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: মাংস কম খাওয়াই ভালো।
সবচেয়ে ভালো হয় একেবারে ছেড়ে দিতে পারলে।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৭

মৌন পাঠক বলেছেন: মাংস টা এখানে আলোচ্য না।

২| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: আর কারো মন্তব্য নেই কেন?

১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৩

মৌন পাঠক বলেছেন: ভালো লাগে নাই কারো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.