নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ইফতার পার্টি

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:৪৭

আজ ইফতার পার্টি ছিল আমার অফিসে

গতকাল ও ছিল।

প্রশ্ন করতেই পারেন ২ দিন কেন?
ব্যবসায়িক স্বার্থে।

গতকাল ছিল স্থানীয় ব্যবসায়ী সাধারণ গ্রাহকগন
আর আজ ছিল স্থানীয় বিভিন্ন অফিসের কর্তাদের, কেউ এসেছে, কেউ আসেনি

আর ব্যবসায়িক স্বার্থ!

অফিসারগন সাধারনদের সাথে বসতে চায় না, তাই এই ব্যবস্থা

ইগো সমস্যা যেমন আছে, তেমনি আছে কিছু প্র্যাক্টিক্যাল সমস্যা ও,
এইসব সমস্যারে কেউ কেউ ডিল করতে পারে, কেউ কেউ পারে না,
সেটা ভিন্ন আলাপ।

আজকের ইফতারিতে উপস্থিত ছিল সঃ কমিশনার ভূমি, কৃষি কর্মকর্তা, প্রানীসম্পদ কর্মকর্তা, পল্লীবিদ্যুত এর এজিএম, ওসি
এবং সকল ব্যাংক সমূহের ব্যবস্থাপকগন।

এইখানে আমারই সমমনা ও এলাকার ছোট ভাই এক পর্যায়ে বলল, "স্যার, এসিল্যান্ড ও অন্যান্য বিশিষ্ট (বিসিএস) কর্মকর্তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা না রাখলে তারা মাইন্ড করবে"
উত্তর দিলাম, "ফুক ইউ"
কইল, "স্যার, এইটা ই প্র্যাক্টিস"
আবার, "ফুক ইউ, এইটা ইফতারি, সব সমান, তাদের জন্য আলাদা কিছুই করতে পারব না"

জ্বী হ্যা, এই আলাদা কিছু করা এই সমাজের অনুশীলন,

আমিন চুম্মা আমিন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:১৪

নিমো বলেছেন: আলাদা হিসাবে বটতলায় ইফতার করতে পারতেন। ;)

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৩১

মৌন পাঠক বলেছেন: আমার পছন্দ নদীর তট,
সমুদ্রের বুক

২| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কি অফিস আপনাদের যেখানে আপনাদের অফিসাররা সাধারণ মানুষের সাথে বসতে চায় না ?

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৩৮

মৌন পাঠক বলেছেন: আমি ও আমার অফিস হোস্ট,
সমস্যা গেস্টদের, এইটা একেবারে অমূলক না,
অনেক ক্ষেত্রেই আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যে দেয়া পার্টিতে ব্যবসায়ি, বিশেষ করে রাজনীতিবিদেরা থাকে,
এইটা নিয়া আবার স্থানীয় রাজনীতিতে দলীয়করণ, উপদলীয়করণ করা হয়।

আবার অনেক গ্রাহকই এই সকল প্রোগ্রামে তাদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট নিয়ে কথা তোলে, যা গেস্ট ও হোস্ট উভয়ের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এইসকল পরিস্থিতিই কেউ কে খুব দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারে,
কেউ কেউ পারে না, যারা পারে না, স্বভাবতই তারা এইসব পরিস্থিতি এড়িয়ে চলতে সচেষ্ট থাকবে।

আবার অনেক সময়ই পরিস্থিতি এতটা ই খারাপ থাকে, যেটা এড়িয়ে চলা ই সবার জন্য বেটার।

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ফুক ইউ কি জিনিস?

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৪০

মৌন পাঠক বলেছেন: ফা*ক

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: 'ফুক ইউ' মানে বুঝতে হেতে?

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৪১

মৌন পাঠক বলেছেন: হ, হ্যাতে পোংটা

৫| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৩৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: আমার পছন্দ নদীর তট,
সমুদ্রের বুক

কয়দিন আগেইতো কোন সংবাদে জানি দেখলাম, শীতলক্ষ্যায় ইয়টে ইফতার।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৪১

মৌন পাঠক বলেছেন: ব্রলোকের ব্রস্র ব্যাপারস্যাপার

৬| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী ইফতার পার্টি করতে মানা করেছিলেন।

০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৪

মৌন পাঠক বলেছেন: কৈ, পার্টী তো করি নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.