![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে মাঝে মাঝে লিখতাম,
যা খুশি তাই টাইপের,
কিছু একটা কইরা ফালাব টাইপের না
একটু যত্ন নিয়া লেখলে ভালো কিছু হইতে পারত,
একটু সময় নিয়া লেখলে,
একটু ভেবে লিখলে সুন্দর কিছু হইতে পারত।
এমনিতেই মানুষ হিসেবে গোছাল না ঠিক,
তার উপরে প্রচন্ড অলস,
তারপরে কি হইল, এক ঝড় আইল
শতবর্ষব্যাপী সে ঝড়, সে ঝড়ে
জীবন ওলট পালট হয়ে গেল
যে ঝড় আজ ও চলমান।
ধীরে ধীরে ভেতরটা মরে যাচ্ছে,
দিব্যি টের পাচ্চছি, খুব সুন্দর একটা মন,
এই মনটা মরে যাচ্ছে, প্রতিনিয়িত একটু একটু করে
কোন ভাবেই এইটারে বাচিয়ে রাখতে পারছি না
ক্ষতি যা হওয়ার হইল।
আমি হারাইলাম আমারে,
হাইরা গেলাম আমার কাছে
প্রত্যক্ষ করছি নিজের আসন্ন ধ্বংস
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫
আরোগ্য বলেছেন: হারানোর যন্ত্রণা কিংবা না পাওয়ার বেদনায় মর্মাহত হয়ে কি লাভ! হয়তো সময়মত পথই পথিক বেছে নেবে।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৭
বিজন রয় বলেছেন: মন মরে যাচ্ছে ঠিক।
কিন্তু আমাদের থেমে গেল চলবে না।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: আমাদের নিয়তি ধ্বসের নিয়তি। অর্থ্যাত আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।