| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা, খুব একা,
নিঃসংগ শেরপা
একা, চাদের মতন
শনির, বা মংগলের
একা, ভীষণ একা
ঈশ্বরের মত!
শূন্যে ভেসে, নক্ষত্রের মত
ক্ষয়িষ্ণুতার অপেক্ষায়
ধীর, স্থির, হারায় তাপ
হারায় শক্তি, আলোয়
আলোর বেগে, সবেগ
বিন্দু বিন্দু ক্ষয়ে যায়
মিলিয়ে যায়, অনু, পরমানু
ধুলো হয়ে, হয়ে ভস্ম
নিজের আগুনেই জলে জলে
মিলিয়ে নিজেতে,
কৃষ্ণগহর, এক কৃষ্ণগহর!
এভাবেই হারায়, মানুষ
এভাবেই হারিয়ে যায়!
সকাল ৮.৩২
৩১ ভাদ্র, ১৪৩১ বংগাব্দ,
১৫ সেপ্টেম্বর ২৪,
ভিশন আই হস্পিটাল
গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:০১
মৌন পাঠক বলেছেন: সেক্ষেত্রে আপনি নির্বান লাভ করেছেন, স্বাগতম।
২|
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫
বাকপ্রবাস বলেছেন: ইশ্বর কেন একা
কবে পাবে দেখা
ইশ্বরীর
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৪
মৌন পাঠক বলেছেন: পরশু রাতে ফ্রাংকেন্সটাইন (২০২৫) মুভিটি দেখি।
ফ্রাংকেন্সটাইনের ভাইয়ের বিয়েতে ক্রিয়েচারটি ফ্রাংকেন্সটাইন এর মুখোমুখী হয়।
এতদিনে এই ক্রিয়েচারটি জানতে পারে সে অমর; তার এই অমর জীবনে সে বড় একা, তার কোন সংগী নাই।
এই ক্রিয়েচারটি জীবিত, যার অনুভূতি আছে, মায়া, স্নেহ, ভালোবাসা, সুখ, শান্তি, রাগ, ক্রোধ ব্যাথা বেদনা সকল মানবীয় বৈশিষ্ট্যাবলী আছে, শুধুমাত্র মৃত্যু ব্যাতীত। আর তার এই সমস্ত বৈশিষ্ট্য তাকে না করেছে একজন মানব, যে সমাজে সহবস্থান করতে পারে; তার মৃত্যুকে জয় করা তাকে বানিয়েছে মোর দেন হিউম্যান।
এই নতুন ক্রিয়েচারটি তার স্রস্টা ভিক্টর ফ্রাংকেন্সটাইনের নিকট একটা মাত্র দাবী নিয়ে দাঁড়ায়, সে তার জন্য একজন সংগী সৃষ্টি করে দিতে বলে।
যা, ভিক্টর ঘৃনাভরে প্রত্যাখ্যান করে।
আপনি এখন জানেন, ঈশ্বর কেন একা।
৩|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৫
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
আপনিই আমার একমাত্র নিয়মিত পাঠক বলে প্রতীয়মান হচ্ছে।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৫৮
সৈকত৭১ বলেছেন: এখন আমার হারানোর কিছু নেই।