| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"এত কথা কও কির লাইগ্যা?"
তাইতো, এত কথা কই ক্যান!
কিন্তু, আমার যে হাজার কোয়ারি,
এই পাখিটার নাম কি?
ঐ পাখিটা লাফায় চলে ক্যান?
দূরে ডাকে কোন পাখিটা?
এমন সুরে পাগল পাড়া...
কাল রঙের পক্ষিটা আবার
ভোর হলেই কাকা করে ক্যান!
ছোট্ট একটা পক্ষি নাকি
তালগাছেতে ঘর বোনায় য্যান
ঘরের চালে দুইটা পক্ষি
ডিম পেড়েছে এক জোড়া
কবরস্থানে ঝোপের মধ্যে
দুইটা টুনির ডিম জোড়া!
কেউ ধরবি না, কেউ ছুবি না
এত্ত সুন্দর ডিমগুলা
এত্তগুলো ছাও হবে তার
পালব আমি সবগুলা।
"এত্ত কথা কও কির লাইগ্যা!"
এত কতা কই কির লাইগ্যা?
এই ফুলটা ছোট্ট এত
নাম দেয়নি কেউ তোমায়
নামটা দিলাম ঘাসফুল
আর কেউ যেন না মারায়
এই ফুলটা হলুদ বড়
সূর্যের সাথে ভাব কি!
লাল ফুলেতে এত্ত ঘ্রান
মৌমাছি তুই চাস কি?
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।