নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু71

পৃথিবীটা শুধু সাহসী মানুষের জন্য।

হিমু71 › বিস্তারিত পোস্টঃ

শিবির!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

হে জামাত শিবিরের পোলাপাইন এখন ও সময় আছে। অই মুরতাদ দের পথ

ছেড়ে বিপ্লবের পথে এসো। জনতার কাতারে এসো। এটাই আল্লাহর পথ।

এক রাত নীজের সীমান্ত পাহাড়া দেওয়া সারা রাতের নফল ইবাদাতের

সমান। যদি না আসো তা হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদের।

শুধুই মুনাফিকির জন্য।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

খুব সাধারন একজন বলেছেন: সবাই কান পেতে শোন!


এটা লীগ-দল-জাপা-বামের আন্দোলন না!
এটা দেশের আন্দোলন।

এখানে রাজনৈতিক দল করার জন্য আসিনি। সরকার পতনের জন্য আসিনি।


কুত্তা মারার শপথে এসেছি। কুত্তার দল বিনাশে এসেছি।

এই লক্ষ্য থেকে সরে আমি আমার টাকায় পোষা পুলিশের সাথে যুদ্ধ করব না।

কুত্তা মারার আন্দোলনে শত্রু বাড়াবো না। শত্রু মাত্র একটা। জাশি।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

খুব সাধারন একজন বলেছেন: ওদের কানে হৃদয়ের কথা যাবে না।

ওদের কানে একাত্তরে যায়নি।

মানুষকে এইভাবে পশু করা যায়? এইভাবে? হাজার শুকরিয়া, ছেলেবেলায় কোন জামাতির কবলে আটকে যাইনি। পড়েছিলাম। সরাসরি কথা শুরুই হয়েছিল তিনটা মিথ্যা দিয়ে-

১. শিবির কিন্তু জামাতের কেউ না।
২. বাসায় জিগ্যেস করলে বলো নামাজ শিখতে গিয়েছিলাম, মসজিদে বড়ভাইরা নামাজ শিখাচ্ছিল।
৩. বাসায় গিয়ে বলো, পাড়ার ভাইয়ারা ক্লাসে কীভাবে ফার্স্ট হওয়া যায় তা শিখাচ্ছে।

নয় দশ বছর বয়স তো কম না। স্পষ্ট দেখতে পেলাম, যাদের শুরু মিথ্যা দিয়ে, তাদের সবই মিথ্যা।

কিন্তু এই ছেলেগুলোর জন্য কষ্ট হয়।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

হিমু71 বলেছেন: অছাম ব্স

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.