নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু71

পৃথিবীটা শুধু সাহসী মানুষের জন্য।

হিমু71 › বিস্তারিত পোস্টঃ

ছাগু পেইজ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বেশী না, আপনে গোটাপাচেক ছাগুপেইজে একবার চোখ বোলান। তমসম

বেগম, বাশের কেল্লা এইটাইপের। এরপর পোস্টগুলা দেখেন। একই পোস্ট

রিসাইকেলড। একদম ফিক্সড কিছু প্রপোগান্ডা। এবং সেইগুলা তাদের

ছোট ছোট শাখা পেইজগুলাতেও প্রচারিত হয়। ফেসবুকের আগে ব্লগেও

এইসব প্রচারণা ছিলো। আমরা লাইন বাই লাইন ওদের মিথ্যা প্রমাণ

করে দিছি। এবং ফেসবুকেও লড়াইটা জারি রাখছি। ওকে মানলাম তরুণ প্রজন্ম ইতিহাস জানে না, তারা বিভ্রান্ত ছিলো, তাদের সত্য

জানানো হয় নাই, এমনকি অনেকে বাবা-মা, চাচা, মামার কাছেও একই

টাইপের গীবত শুনছে। দলিল প্রমাণ তাদের চোখ খুলে দিছে,

তারা নিজেদের বিচার বিবেচনাবোধ

খাটায়া সিদ্ধান্তে আসছে তারা ভুল জানতো। কিন্তু এতো গেলো ইতিহাসের কথা। বর্তমান নিয়াও কি তারা বিভ্রান্ত?

এই যে শাহবাগে প্রজন্ম চত্বরে এতবড় আন্দোলন, এটাও

সরাসরি সম্প্রচার হচ্ছে, অনেকে সেখানে উপস্থিতও। তারপরও ছাগু

পেইজগুলায় এটা নিয়ে কি লেখা হচ্ছে? কি লেখা হচ্ছে সোনার

বাংলা ব্লগ, সামহোয়ার ইন ব্লগ, আমার দেশ নয়া দিগন্তে? নিজের

চোখেই কি তোমরা দেখতেছো না তাদের স্বরূপ। যুগ যুগ ধরে তারা যে মিথ্যাচার চালায়া আসতেছে তার হাতেনাতে প্রমাণ

কি পাইতেছো না? এইসব পেইজের বিরুদ্ধে রিপোর্ট করে লাভ নাই।

একেকটা প্রপোগান্ডা হাইলি ভিজিটেড বানায়া দিতেছো তোমরা।

তাদের উৎসাহ দিতেছো এইগুলা পইড়া, পক্ষে বা বিপক্ষে কমেন্ট কইরা,

এমনকি গালি দিয়াও। তারা বলতেছে নাস্তিকরা-কমিউন­

িস্টরা গালি দিতেছে, ভারতের দালালরা গালি দিতেছে,

আওয়ামী লীগের দালালরা গালি দিতেছে, অতএব আমরা সত্য বলতেছি। আর কতো তাগো পেইজের হিট বাড়াইবা। সমগ্র বাংলাদেশে যখন

আমরা তাদের বর্জনের ডাক দিছি, কেনো ফেসবুকে তাগো আয়রোজগার

বাড়াইবা, তাগো ভোক্তা হইবা? থামো। বর্জন করো।

বাংলা অনলাইনে আমরা ওদের অস্তিত্বই স্বীকার করবো না আর।

প্রতিবাদের দরকার নাই, উপেক্ষা করো। তুমি তাদের না চিনলেই

তারা বিপন্ন হয়ে পড়বে। তাদের অস্তিত্ব নির্ভর করে তোমার স্বীকৃতিতে। তুমি ছাগু বইলা একটা গালি দিলেও সে জীবন পায়। জাস্ট

ফাক দেম অল। সিটিএন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.