নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

মন পাখি তুই দিন থাকিতে

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

[৪৪]
মন পাখি তুই দিন থাকিতে
আল্লাহু আল্লাহু বল,
দিন গেলে তুই পরবি ফেরে
ফেলবি রে চোখের জল ।।

বেলা শেষে কাঁদলে পরে
তোর কাঁদনা শুনবে নারে
দিন কাটাইলি রঙ বাজারে
লাভ হলো না সব নিষ্ফল ।।

কোথায় তোর আসল ঠিকানা
আগে পরে কর ভাবনা
ছেড়ে দিয়র কুমন্ত্রণা
আসল পন্থ ধরে চল ।।

যে করে তোর ভরণ পোষণ
যার হাতে তোর জন্ম মরণ
তার কথা করলি না স্মরণ
জীবন ভরা করলি ছল ।।

খাঁচা যাবে ভেঙ্গে চুরে
মিছা ভাবনা ভাবিস নারে
ফরিদে কয় বারে বারে
মুর্শিদ নামটি কর সম্বল ।।

মনিপুর, মিরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন:
অনেককেই দেখি অনেকের কবিতা নিয়ে হাসাহাসি করেন, নানান রকম কটু মন্তব্য করেন। কিন্তু আমার কাছে প্রতিটি কবিতাই কবিতা বলে মনে হয়, আর কবিতা লেখার চেষ্টা যে করে তাদের প্রত্যেককেই কবি বলে মনে হয়।
আসলে প্রতিটি কবিতাই আসে বুকের গভীর আবেগ থেকে- যেমন, প্রসব বেদনা প্রতিটি নারীর'ই সমান হয়, হয়তো কারো সন্তান অতি সুশ্রী হয় আবার কারোটা হয়তো অতোটা হয় না, তাই বলে কি ওটা সন্তান নয়?

"আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.