![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ মানুষ, সমাজ নিয়ে ভাবতে ভালো লাগে। মানুষ এর চিন্তাভাবনা গুলো বুঝার চেষ্টা, জানার চেষ্টা করি
লিখালিখির তেমন একটা অভ্যাস নেই, তারপর হঠ্যাৎ ইচ্ছে জাগলো। আমি খুব সাধারণ একজন ব্যাক্তি, কিন্তু আমি স্বপ্ন প্রচুর দেখি। আমার ফেমেলি থেকে প্রায়ই একটা বাধা আসে। আমার মায়ের ভাষায় "চোখে এত রং নিয়া ঘুরিস না। সাধারণ ভাবে পড়ালেখা চালিয়ে যা, পড়ালেখা শেষ করে একটা চাকরিতে ডুক, এরপর নিজের সংসার নিজে বানিয়ে নে। "তাদের ভাষ্যমতে "কোনরকমে" পড়ালেখা শেষ কর, "কোনরকমে" একটা চাকুরি জোগার করো, "কোনরকমে" জীবনটা কাটাও।
কিন্তু আমার মাথায় একটা ধারণা প্রায় সময় খুব ভালো ঘুরে ফিরে যে জীবন তো আমার একটাই, কেন আমি এই একটা জীবন "কোনরকমে" কাটাবো।সাধারণ জীবন সবাই কাটায়, অসাধারণ জীবন কয়জনই কাটাতে পারে। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন আরো দেখবো, যে সকল স্বপ্ন আমি কখনো বাস্তবে রুপান্তর করতে পারবো না সেই সব স্বপ্ন্ও আমি দেখতে চাই।
একটা প্রবাদ আছে "ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন ", আমি বলি তাতে দোষ কোথায়? স্বপ্ন যদি আমরা না দেখি তাহলে বাস্তবায়ন কিভাবে করবো। কোথায় যেন শুনেছিলাম আমরা বাঙালীরা এর ভিতু যে স্বপ্ন দেখতেই ভয় পাই।
পরিকল্পনা বাস্তবায়ের আগে তা কল্পনা করেতে হয়ে। যদি আগে কল্পনাই না করতে পারি বাস্তবায়ন কিভাবে সম্ভব?
dream big ,do big।
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
আশহাব রাফি বলেছেন: ধন্যবাদ দাদা।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো ! স্বপ্ন যদি না দেখি তাহলে বাস্তবায়ন হবে কি করে ? শুভ বড়দিন আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১
যোখার সারনায়েভ বলেছেন: শুভ কামনা রইল।