নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃষ্টি ভেজা মন

আশেকুল আরেফিন

জীবনের পথে হাটছি একা,সামনে পথ আঁকা বাঁকা........

আশেকুল আরেফিন › বিস্তারিত পোস্টঃ

অবহেলা ও উপলব্ধি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

আমার এক কাছের বন্ধু কিছুদিন আগে ফেইসবুক এ একটা স্টেটাস দিয়েছিলো। তার মতে - "দুরের মানুষের কাছ থেকে ওনেক কষ্ট পা্বার চেয়ে কাছের মানুষের কাছে একটু অবহেলা পাওয়া ওনেক বেশি কষ্টের"।


কথা টা সে বলেছে ঠিক ই, কিন্তু কতটুকু উপলব্ধি কোরেছে জানি না। কারন তার কাছের মানুষের সাথে সে নিজে ও এখনো এরোকম করে জাচ্ছে, কষ্ট দিয়ে জাচ্ছে, অবহেলা করে জাচ্ছে.....

তোমার শরিরে তির বিঁধেছে বলে যদি তোমার কষ্ট হয়ে ই থাকে, তাহোলে সেই তির তুমি আরেকজনের দিকে কি করে ছুঁড়ে মার???

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: আশেকুল আরেফিন ,




কাছের মানুষের কাছে একটু অবহেলা পাওয়া অনেক বেশি কষ্টের..

আসলেই তাই ।

বেশ কিছু বানান ঠিক করে দিলে আরও সুন্দর করে উপলব্দি করা যেত অবহেলার কষ্ট ।
শুভেচ্ছান্তে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

আশেকুল আরেফিন বলেছেন: আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আসলে বাংলা কী-বোর্ড এ লিখার যতসামান্য পূর্ব অভিগ্যতার কারনে কিছু বানান সঠিক ভাবে লিপিবদ্ধ কোরতে পারি নি। তা ছাড়া বাংলা বানানে কিছুটা দুর্বলতা থাকার ব্যপার টা ও অস্বীকার করব না।

আপনাদের মন্তব্য, সহযোগিতা, পথপ্রদর্শন ও সমলোচনার প্রেক্ষিতে একসময় ভলভাবে লিখতে পারব ইনশা-আল্লাহ।

- আপনাদের সহযোগিতা ও মন্তব্য প্রার্থী

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: আশেকুল আরেফিন ,




আপনাকে স্বাগতম । অনেকদিন থেকে আপনি এখানে আছেন অথচ পোষ্ট মাত্র দু'টি । কেন ?

লিখুন । লিখতে লিখতে দেখবেন কী-বোর্ড হাতের ময়লা হয়ে গেছে আর আপনি একজন তুখোড় লিখিয়ে ।
এই ছোট্ট একটু পোষ্টে আপনি অনেক কথা বলে ফেলেছেন । এভাবেই হবে । হতেই হবে ।

শুভেচ্ছান্তে ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮

আশেকুল আরেফিন বলেছেন: আহমেদ জী এস ভাই আপনাকে অসং্খ্য ধন্যবাদ।

আপনার কথায় অনেকখানি সাহস পেলাম এবং উতসাহিত হলাম। এখন থেকে নিয়মিত লিখার চেষ্টা করব।

- আপনার সহযোগিতা ও মন্তব্য প্রার্থী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.