![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মা গো........ ওরা নাকি আমাদের কে এখানে থাকতে দেবে না! আমাদের কে ওরা বাঁচতে দেবে না মা.... তোমার বুকে আমাকে আর থাকতে দেবে ন...."
দৌড়ে গিয়ে মায়ের বুকে মাথা রেখে যখন এ কথা গুলো বলছিলাম তখন মাথার উপর দিয়ে দুটো মিসাইল উড়ে আসছে। প্রানপনে ছুটে ও এর থেকে নিস্তার পাওয়া সম্ভব না। ঘর বাড়ি ছেড়ে এলাকা খালি করে সবাই ততক্ষনে পালিয়ে গেছে। শুধু মা রয়ে গেছে তার ছেলের অপেক্ষায়। মায়ের বুক হারানোর কথা ভাবতে ই দুচোখ বেয়ে অশ্রু গোড়িয়ে পড়ল। মুহূর্তে ই তা হাউ-মাউ কোরে কান্নার রূপ নিল। সামনে অনিবার্য মৃত্যু- তবু মায়ের হাত আমার মাথায় মমতার পরস বুলিয়ে আমাকে নির্ভার করতে চাইছে! এরকম মুহূর্তে ও মায়ের এমন মমতাময়ী রূপ.....!
-আর কি কখনো আমার মাথায় মা হাত বুলিয়ে দেবে না....
-আর কি দেখতে পাব না মায়ের এই মমতাময়ী রূপ?
ভাবতে ই আমার অশ্রু ধারা দ্বিগুন হোয়ে গেল।
হঠাত আমি কেঁপে উঠলাম। দু চোখে শুধু অন্ধকার....
যখন অন্ধকারে চোখ সয়ে গেল নিজেকে তখন আবিষ্কার করলাম বিছানার উপর। কয়েক মুহূর্ত কেটে গেল স্বপ্নের ঘোর কাটিয়ে বাস্তবতায় ফিরে আসতে।
দুঃস্বপ্ন! এটি একটি দুঃস্বপ্ন!!!
ঘুম ভাংগার পর ও মিনিট পাঁচেক আমি কান্না থামাতে পারিনি। সবকিছু হারিয়ে ফেলার ভয়ার্ত অনুভুতি যে এর আগে কখনো আমাকে স্পর্শ করে নি।
৭১ নিয়ে আর পাক বাহিনির অত্যাচারের কাহিনি ওনেক বার ই পড়েছি, শুনেছি, মুভি দেখেছি। কিন্তু একটি দুঃস্বপ্ন আমাকে যে অনুভুতি দিয়েছে, যে উপলব্ধি দিয়েছে তা দিতে পারে নি আর কোন কিছু।
আজ স্বাধীনতার ৪৫ বছর পর ও কিছু লোক আছেন যারা আজ ও নিজেদের কে "তাদের" অংশ মনে কোরেন, "তাদের" জন্য ব্যথিত হন, "তাদের" ও তাদের "এ-দেশীয় দ্বোসর" দের জন্য সহানুভূতি প্রকাশ করেন! লখো শহিদের রক্তের মূল্য যারা আজ ও উপলব্ধি করতে পারেন নি..... তাদের জন্য আমার একটা ই চাওয়া-
-প্রতি রাত এ তারা দেখুক এরকম "একটি দুঃস্বপ্ন"
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
আশেকুল আরেফিন বলেছেন: ধন্যবাদ :-)
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৬
বিজন রয় বলেছেন: সুন্দর লেখা।
+++
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৬
আশেকুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৫১
কালীদাস বলেছেন: সুন্দর