| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনছো
প্রতিটা অন্ধকারেই তুমি ঘুমিয়ে থাকো,
তোমাকে আলো হাতড়ানো অস্থীরতায় থাকতে হয়না।
ঝি ঝি পোকার অপেরার সাথে নৈঃশব্দের চিৎকার,
তোমাকে শুনতে হয়না কখনও।
তোমার ঐপাশটাতে বেশি আলো।
চোখ জলে যায়, অন্ধকার দেখি।
অন্ধকার এর ভেতর থেকে তুমি ডাকো, "শুনছো!"
সেই ডাক আমি শুনতে পাই,
আর, একটা হলুদ পাতার মত শব্দহীন পড়তে থাকি।
সবচেয়ে ছোট বষন্তের মত ঘিরে রেখেছ।
অদ্ভুত রঙ গোলানো ডেকে যাও, "শুনছো!"
আমি রং এ ভেসে যাই আদিগন্ত।
শিমুলের ফুলের মত ধুলো মাখতে থাকি।
অথচ তুমি নিকোটিনের মত-
নিউরন নাড়িয়ে দিব্যি বসে থাকো।
ঠোটে, গলায়, গালে নয়,
মাথার ভেতরে চুমু দিয়ে যাও।
এরপর অস্ফুট করে ডাকো, "শুনছো!"
একটা তারা নিভে গেলে-
ডুবে গেলে রাত, আরেকটা হাত,
ছুয়ে যাবে কপালে।
একটা তারার খোজে একটা তারা,
নিভে যাবে সকালে।
ডানায় রোদের গন্ধ বেচে দেবে চিল।
সিথি বেয়ে হেটে যাবে সিদুর মিছিল।
সারাটি রাত্রি সারাটি জ্যোৎস্নায়-
জোনাকির বাতি হয়ে পাতা ভরে সাতরায়।
একটা তারা নিভে গেলে-
মেঘ গুলো সব ধোয়া হবে।
নিল গুলো সব ছাই নিকোটিন।
ধূসর এ্যলবাট্রস এর মত হাই তুলে চেয়ে-
বনলতা ঘুমিয়ে যাবে বেডরুমে যেয়ে।
সারাটি রাত্রি সারাটি রাস্তায়-
খেয়ে ফেলা সিগারেটে নিকোটিন হাতড়ায়।
অথবা-
ডুবে গেলে রাত, আরেকটা হাত,
ছোবেনা আর কপালে।
ছবিঃ ডিজিটাল পেইন্টিং (আমার করা)
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
অমক বিন তমক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
২|
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
কালো_পালকের_কলম বলেছেন: অনেক সুন্দর হয়েছে
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
অমক বিন তমক বলেছেন: অনেক ধন্যবাদ।
৩|
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১
রাকু হাসান বলেছেন:
আপনার প্রত্যেকটি লাইনটি কাব্যিক অনুভূতি দিয়েছে অামায় । দারুণ লিখেছেন । তবে আপনার ছবি দেখে বলতেই হচ্ছে ডিজিটাল পেন্টিং খুব ভালো পারেন । ছবিগুলো খুব খুব ভালো লাগলো । প্রথম পাতায় স্বাগতম ভাইয়া । ভালো থাকবেন । শুভকামনা ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
অমক বিন তমক বলেছেন: আপনিও শুবকামনা জানবেন।
৪|
০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
অমক বিন তমক বলেছেন: ধন্যবাদ।
৫|
০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৬|
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
আখেনাটেন বলেছেন: বেশ লিখেছেন।
কবিতার পাশাপাশি দেশ, জাতি, সমাজ নিয়েও লিখুন।
শুভকামনা ব্লগিং এ।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
অব্যক্ত কাব্য বলেছেন: "একটা তারা নিভে গেলে-
মেঘগুলো সব ধোয়া হবে।
নিলগুলো সব ছাই নিকোটিন।"
অসাধারন অনুভূতি
খুব ভালো লিখেন।