![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমকামী কোন মেয়ে আমার চোখে পড়ে নি। হয়তোবা ছিলো আশেপাশেই। ধরা খায় নি
এমনও হতে পারে ছেলেদের মতো তাদের সাথে রাতে একই বেডে শোয়ার অভিজ্ঞতা বা অনেক ক্লোজ হয়ে মেশার অভিজ্ঞতা নাই বলে টের পাই নি
ব্যাপার না। যার যার ব্যাপার
-
ছেলেদের ক্ষেত্রে আমার চোখে মোটমাট ১০ জনের মতন ছিলো এই টাইপের। মানে সমকামী
সমকামী আর অমকামী যে যেই নামেই ডাকুক না কেন স্থানীয় ভাষায় আমরা উনাদের 'মাইজ্ঞা' বলেই ডাকতাম
এদের ভিতরে একজনের ছেলে মেয়ে ছিলো তিনজন আর দুই মাস আগে হইছে একটা ছেলে। তার মানে টোটাল চারজন। আরেক জনের ছিলো তিনটা ছেলে। যারা এখন অনেক হাইয়ার লেভেলে আছে
-
আমারও একজন মাইজ্ঞার সাথে বন্ধুত্বপূর্ণ রঙ্গরসের সম্পর্ক ছিলো। তার সাথে দেখা হলেই তার মত করে অঙ্গভঙ্গি করতাম। দুইজন এ নিয়ে অনেক হাসতাম
ফাজলামি করে বলতাম
'ডার্লিং রাতে দেখা হবে, রেডী থাইকো'
সে ও রস কষ মিশিয়ে বলতো
'মুরুদ থাকলে আইসো ডার্লিং'
-
সেই ডার্লিং এর দুই বছর আগে বিয়ে হয়ে গেছে। এবার বাসায় গিয়ে দেখি সে একটা বাবু কোলে করে হাটছে। জিজ্ঞেস করার পর জানতে পারলাম তার ছেলে
-
আরেকজনকে চিনি। সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। এমবিএ করছে। সে ও হয়তোবা কিছুদিন পর কোন একটা মেয়েকে বিয়ে করে দুই বছর পর বাবু কোলে করে রাস্তায় 'ওলে ওলে বাবুটা' বলে হেঁটে বেড়াবে
-
কলেজ লাইফে থাকা অবস্থায় একই মেসে আমি আর একজন সমকামী থাকতাম। সে তার মত ছেলেদের নিয়ে আড্ডা দিত। রাতে ছেলেদের নিয়ে রুমে থাকতো
আমি তার সিনিয়র হওয়ার পরেও তার সাথে আমি অনেক ক্লোজ ছিলাম। তার মনের কথাগুলো জানতে পেরেছিলাম বলেই হয়তোবা আজকে তাকে নিয়ে বলতে পারছি
-
তবে এটা সত্য যে আমার চেনা পরিচিত কেউই ছেলেদের সাথে তাদের জীবন অতিবাহিত করতে পারেনি। সবার ইচ্ছে ছিলো কিনা আমি জানি না
তবে আমার কলেজ লাইফের সেই ছেলেটির ইচ্ছে ছিলো প্রবল। তবে সামাজিক ব্যাবস্থা আর তার ফ্যামিলির কথা চিন্তা করে সে তার করার মতো অনেক কিছু থেকেই বিরত থেকেছে
-
শুধুমাত্র আমি না। আপনিও আপনার চোখটা 'ঘৃণা' নামক বাক্স থেকে সরিয়ে সমাজের দিকে সু নজরে একটু তাকিয়ে দেখেন কম করে হলেও পাঁচ ছয় জনের দেখা পাবেন যারা 'তথাকথিত সমকামী'
-
প্লাগ আর সকেটের জোড় তো অনেক দেখলেন এখন না হয় প্লাগ আর প্লাগের জোড় টা দেখলেন
তবে হ্যাঁ এতে করে মোবাইলে চার্জ না হলে কর্তৃপক্ষ দায়ী নহে
©somewhere in net ltd.