নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার জন্য অপেক্ষায় থাকা একশো বছরের পুরাতন যুবক

আসিফ্লী

দেয়ার মত অনেক কিছুই ছিল, নিলে না

আসিফ্লী › বিস্তারিত পোস্টঃ

মিরাজ ভাই - \'উফফফ .. অনেক খেয়ে ফেললাম\'

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫১

মিরাজ ভাইয়ের রিলেটিভ আমাকে আর মিরাজ ভাইকে ইনভাইট করার পর মিরাজ ভাই বলেছিলো

'চিন্তা করবেন না, আমরা যেকোন দিন চলে আসবো'
-

অনেক ভাবনাচিন্তার পর সিদ্ধান্ত হল রোজার দুই দিন আগে আমি আর মিরাজ ভাই সেই রিলেটিভের বাসায় যাবো, না জানিয়েই

ছোটখাটো একক্ষান সারপ্রাইজ দেয়ার জন্য
-

কিন্তু আমার একটা কারন বসত আমি মিরাজ ভাইয়ের সাথে যেতে পারিনি

মিরাজ ভাই একাই গেলেন। যাওয়ার আগে ফোনে আমাকে বলে গেলেন রাতের মিল অফ করে দিতে
-

নিজের কাছে খারাপ লাগছিলো। যেতে পারলাম না। উনার রিলেটিভরা কি মনে করবেন। একটু অনুশোচনাবোধ থেকেই উনাদের ফোন দিলাম। ধরলো আংকেল

'আসসালামু ওলাইকুম আঙ্কেল'
'ওলাইকুম আসসালাম'
'কেমন আছেন'
'আছি ভাল .. তোমার আন্টিকে নিয়ে মেয়ের বাসায় বেড়াতে আসলাম আজকে'
'আপনারা এখন সিলেট?'
'হ্যাঁ .. আজকা বিকেলেই আসলাম'
'ও আচ্ছা .. ভাল থাকবেন আংকেল'
'তুমিও ভাল থেকো'
-

লাগছে খটকা। উনারা বাসায় নেই। আর মিরাজ ভাই গেছে উনাদের সারপ্রাইজ দিতে। ভাবতেই হো হো করে হাসি পাচ্ছিলো

আমিও মিরাজ ভাইকে ফোন করে বলিনি উনারা বাসায় নেই। ছোট খাটো একটা শিক্ষা হউক :p
-

রাত দশটার দিকে মিরাজ ভাই বাসায় আসেন। পেটটা একটু ফোলানো ভাব নিয়ে খাটের উপর বসেই স্টার্ট করেন

'উফফফ .. অনেক খেয়ে ফেললাম'
'ইস যেতে পারলাম না ভাই'
'আরে তোমার ভাগের টাও ঝেড়ে দিয়ে আসছি'
'তো কি কি খাইলেন ভাই'
'সে অনেক আইটেম .. দেখোনা পেটের অবস্থা'
'হ্যাঁ অনেক ফুলেছে .. কি কি আইটেম বললেন না'
'আরে সে অনেক কিছু .. হিসেব নাই .. জাস্ট খাইছি'
'তবুও কোন আইটেম টা বেশী মজা লাগছে ভাই'
'ডেজার্ট আইটেমে ছিলো ফালুদা .. উফ্ যা হইছে না'
'আমি ফোন দিয়েছিলাম আংকেলের কাছে'

এই কথা শুনে মিরাজ ভাই পেট ফুলানী কমিয়ে কেমন চুপসে গেলেন

'কখন দিয়েছিলে'
'আপনি যাওয়ার পরপরই'
'কি বললো'
'উনারা সিলেট গেছেন উনার মেয়ের বাসায়'
-

এর পর মিরাজ ভাই কিছু না বলেই বালিশে মাথা রাখার মূহুর্তে বললাম

'ভাই মুরগির মাংস আছে কিচেনে .. ভাত খেয়ে নিয়েন'

কথাটা বলতেও দেরী নাই মিরাজ ভাই হুড়মুড়্ করে কিচেনের দিকে দৌড় দিলেন

ব্যাচারা ...
-

আংকেল কে ফোন দেয়ার পর উনারা নেই জানতে পেরে মিরাজ ভাইয়ের মিল অফ করিনি :)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.