| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের বাড়িতে যাওয়ার কারনে পর পর দুইটা ক্লাস করা হয়নি একটা কোর্সের
থার্ড ক্লাসে গিয়ে এটেন্ডেন্স শীটে সিগনেচার করতে গিয়ে দেখি আগের দুইটা ক্লাসের সিগনেচার করার যায়গা ফাকাঁ ই আছে
এইদিকে ঐদিকে তাকিয়ে গোপনে ওই দুইটা ঘরেও সিগনেচার করে দিলাম। ব্যাপক খুশী
এই খুশীতে সামনে চেয়ারে বসা মেয়েটির দিকে অপলক তাকিয়ে ছিলাম
ক্লাস শেষ করে স্যার এটেন্ডেন্স শীটের দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা নাম ডাকলেন। তখন দেখলাম আমার সামনের চেয়ারে বসা মেয়েটি উঠে দাঁড়ালো
মেয়েটিকে ইশারা দিয়ে ডেকে কাছে নিয়ে জিজ্ঞেস করলো 'তুমি কি গত দুইটি ক্লাসে ছিলে'। মেয়েটি মাথা নাড়িয়ে সোজাসাপ্টা উত্তর বলে দিল 'না'
এই অবস্থা দেখে আমি তো পাংচার হওয়া ফুটবলের মতো চুপসে গেছি। আজকে আমার বারোটা বাজবে
এভাবে অনেক্ষণ ইয়া নফসি ইয়া নফসি পড়ার পরেও দেখি স্যারের কথা শেষ হয় না মেয়েটির সাথে। কথা বলছে তো বলছেই
কথা শেষ করে বিদায় জানিয়ে সে চলে গেল। আর দেখলাম মেয়েটি খাতা কলম ব্যাগে ঢুকাতে ঢুকাতে একটা ভিজিটিং কার্ডের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে
আমি তখন মেয়েটি টপাক করে জিজ্ঞেস করলাম 'এটা স্যারের কার্ড নাকি'। মেয়েটি হাসতে হাসতে হ্যাঁ সূচক জবাব দিল
তখন আমি একটা চোখ টিপি মেরে মেয়েটিকে বললাম 'আরে চালিয়ে যাও, ৪ পয়েন্ট নিশ্চিত'
তখন মেয়েটি হাসির ভলিউম একটু কমিয়ে বলল 'আমাকে অলরেডী চারজন কেন সামলাতে হয়, চিন্তায় আছি এই ব্যাটাকে কিভাবে টাইম দিব'
কথাটা শুনে আমি হাঁ করে শুধু একটা কথাই চিন্তা করলাম 'মেয়ে তোমার কমলের অভাব নেই' :/
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭
সেলিম৮৩ বলেছেন: সব মেয়েরা অবশ্য অাপনার সামনে বসা মেয়েদের মত নয়।
তবে ক্যরিয়ার গড়তে যেয়ে স্যারদের ম্যনেজ করার এই চোরাগোলীতে কেই ইচ্ছা করে পড়ে অাবার কেউ ব্লাকমেইলের স্বীকার হয়।
সুতরাং অাসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।