নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

১০০ বছর মৃত ছিলেন হযরত উযায়ের (আ)। তিনি আল্লাহ পাকের প্রেরিত একজন নবী ছিলেন। ১০০ বছর পর আল্লাহ পাকের হুকুমে তিনি জীবিত হয়ে পূনরায় ফিরে যান তার পরিবারের কাছে। কিন্তু ততদিনে তাঁর নাতিদের দাঁত পড়ে গিয়েছিল, আর আল্লহ পাকের এই নবী ছিলেন ৪০ বছর বয়সের যুবক। কি না করতে পারেন আল্লাহপাক।

সূবহান-আল্লাহ।

[তাফসীরে ইবনে কাসির]

=============================================

"তুমি কি সে লোককে দেখনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়ীঘর গুলো ভেঙ্গে ছাদের উপর পড়ে ছিল? বলল, কেমন করে আল্লাহ মরনের পর একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ

তাকে মৃত অবস্থায় রাখলেন একশ বছর। তারপর তাকে উঠালেন। বললেন, কত কাল এভাবে ছিলে? বলল আমি ছিলাম,

একদিন কিংবা একদিনের কিছু কম সময়। বললেন, তা নয়; বরং তুমিতো একশ বছর ছিলে। এবার চেয়ে দেখ নিজের খাবার

ও পানীয়ের দিকে-সেগুলো পচে যায় নি এবং দেখ নিজের গাধাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত

বানাতে চেয়েছি। আর হাড় গুলোর দিকে চেয়ে দেখ যে,

আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন তার উপর এ

অবস্থা প্রকাশিত হল, তখন বলে উঠল- আমি জানি, নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।"

[আল-বাকারা/ আয়াত-২৫৯]

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

শূন্য মানব বলেছেন: আমি জানি, নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.