![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।
ღ আল্লাহ তাআলা হাদীসে কুদসীতে নিজেই ইরশাদ করেন,
‘আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা রাখে আমিতার
সাথে সেরূপ আচরণ করি এবং বান্দা যখন আমাকে স্মরণ
করে আমি তার সঙ্গী হই। যদি সে আমাকে একাকী স্মরণ
করে আমিও তাকে একাকী স্মরণ করি। যদি সে আমাকে জামাতে সমবেতভাবে স্মরণ করে আমিও তাকে তাদের চেয়ে উত্তম
জামাতে স্মরণ করি। যদি বান্দা আমার দিকে এক বিঘত
অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক হাত অগ্রসর
হই। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে চার হাত অগ্রসর হই। আর যদি সে আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দৌঁড়ে যাই।’
-সহীহ মুসলিম
২/৩৪১
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
ইলুসন বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন।