নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব › বিস্তারিত পোস্টঃ

নিন্দা এড়াতে আলেম সমাজের কর্তব্য

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

আলেম সমাজ আমাদের মুসলমানদের নেতা । তাই তারা নিচের পদক্ষেপ নিতে পারেন ।
১) মাদ্রাসার শিক্ষকদের সহশিক্ষা প্রদান থেকে আলাদা করে । মানে মেয়েদের জন্য নারী শিক্ষক এবং পুরুষের জন্য পুরুষ শিক্ষক ।
২) যেহেতু মাদ্রাসা ধর্মভিত্তিক প্রতিষ্ঠান , সেখানে অন্য ধর্মের লোক নিয়োগ বন্ধ করা । যেরকমভাবে, শ্রীকৃষ্ণ মিশনে অন্য ধর্মের লোক শিক্ষক হয় না ।
৩) অপরাধীদের ততক্ষণাৎ ধরিয়ে দেয়া । কারন অপরাধী অপরাধীই । যে যেই হোক না কেন ।
৪) কাউকে চাকরি দেবার আগে তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক করা ।
৫) সমকামিতা সব চাইতে মারাত্মক অপরাধ ইসলামে । তাই যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া । জুতিয়ে সেই সব অপরাধীদের মাদ্রাসা থেকে বিদায় করা ।
যেহেতু মাদ্রাসা মুসলিমদের সূতিকাগার তাই এক্ষেত্রে যে কোন অপরাধকে সরকারের আগেই আলেম সমাজের কঠোর হাতে দমন করা উচিত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.