![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।
আসমানিরা আজ চায় না নতুন কোন বাড়ি
চায় না বুঝতে রাজনীতির কমা আর দাড়ি
ওরা চায় না দগ্ধ হয়ে পুড়ে মরে থাকতে
চায় না করতে বার্ন ইউনিট আর্তনাদে ভারি ।
তাইলে কেন ওদের নিয়ে এত খেলা
কেন পাবে না ওরা ডাল ভাত দুবেলা
তোমরা না হয় হলেই ভিআইপি
আসমানিদের জীবন কি এতই সস্তা আর অদামী ।
জীবন আসমানিদের কাছে এমনিতেই বোঝা
তারপরেও তোমরা কর কেন ছেলেখেলা
জান জীবন হয়ত করে ওদের হতাশ
তবুও ওরা খুশি খেয়ে আধপেট , আধবেলা ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫১
শূন্য মানব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭
রাঙ্গা রিয়েল.... বলেছেন: খুব সুন্দর হয়েছে